রেলযাত্রীদের জন্য সুখবর! দূরপাল্লার ট্রেনে আর থাকবে না ওয়েটিং লিস্টের ঝামেলা

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম জমানা থেকেই রেলযাত্রীদের উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন৷ ট্রেনের টিকিট কাটা থেকে রেল স্টেশনের শেড দেওয়া কিংবা রেল স্টেশনে জলের ব্যবস্থা এবং আরও অন্যান্য উন্নয়ন পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন৷ সেই মতো বর্তমানে তেজস এক্সপ্রেসকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে ভারতীয় রেল, এর পর যাত্রীদের জন্য আরও একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল৷ তাই তো এখন থেকে আর ট্রেনে ওয়েটিং টিকিট থাকবে না৷ ট্রেনের আসন সংখ্যা বাড়িয়ে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের কনফার্মড করার ব্যবস্থা করেছে মোদী সরকার৷train chart preperation timing

অনেক সময় হঠাত্ করে কোনো জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে টিকিট কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েন যাত্রীরা৷ টিকিট কনফার্মড হবে কি না সেই চিন্তা মাথায় ঘোরাফেরা করে, দুই তিন মাস আগে থেকে টিকিট কেটেও কনফার্ম টিকিট পান না কেউ কেউ৷ সেই চিন্তা এবার দূর হবে৷ শুধুমাত্র যাত্রীদের টিকিট কনফার্মড করাই নয় আরও একটি বিশেষ পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল৷ তাই এবার ট্রেনের পাওয়ার ভ্যানের পরিবর্তে ওভারহেড বিদ্যুতবাহী তার থেকে বিদ্যুতের যাতে জোগান দেওয়া যায় তার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷

এর ফলে এক দিকে যেমন বিদ্যুতের সাহায্যে ট্রেন চলে ডিজেলের খরচ বেঁচে যাবে অন্যদিকে ট্রেন চালানোর ক্ষেত্রেও সুবিধা হবে৷ চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই এই নতুন পদ্ধতির ট্রেন চলাচল শুরু হবে৷অন্যদিকে টার্মিনাস ডিভাইস শুরু করতে চলেছে রেল, যার ফলে কোনও ব্যক্তি টিকিট ক্যানসেল করলে তা খুব সহজেই জানা যাবে এবং ওই সিট বিক্রি করাও সহজতর হবে৷

সম্পর্কিত খবর