সাহারা ইন্ডিয়ার বিনিয়োগকারীদের জন্য সুখবর! এবার নেওয়া হল এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। জানা গিয়েছে, সাহারা ইন্ডিয়ার (Sahara India) লাইফ ইন্স্যুরেন্স বিজনেস এবার SBI লাইফের (SBI Life) কাছে হস্তান্তর করা হচ্ছে। ইন্স্যুরেন্স রেগুলেটর IRDAI (Insurance Regulatory and Development Authority of India) গত ২ জুন অর্থাৎ শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, IRDAI এর আগে সাহারা ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে (SILIC) বেশ কিছু নির্দেশ জারি করেছিল। এমতাবস্থায়, ওই নির্দেশ অনুসরণ না করার ফলে, এখন IRDAI সাহারা ইন্ডিয়ার লাইফ ইন্স্যুরেন্স বিজনেস SBI Life-কে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই IRDAI একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, সাহারা ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্সের প্রায় ২ লক্ষ পলিসি তাৎক্ষণিকভাবে SBI লাইফে স্থানান্তর করা হবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সাহারা ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্সকে লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসায় প্রবেশের জন্য ২০০৪ সালে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তবে, ২০১৭ সালে ইন্স্যুরেন্স রেগুলেটর “ওই বিমা কোম্পানির আর্থিক পরিস্থিতি এবং কর্পোরেট গভর্নেন্স সম্পর্কিত গুরুতর সমস্যাগুলির পরিপ্রেক্ষিতে”-তাদের ব্যবসা দেখাশোনা করার জন্য এক অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছিল। পাশাপাশি, সেই সময়ে, SILIC-কে নতুন ব্যবসার আন্ডাররাইট করার অনুমতিও দেওয়া হয়নি।

একটি বিবৃতিতে IRDAI জানিয়েছে, “সম্মতি নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সুযোগ এবং সময় দেওয়া সত্বেও SILIC কর্তৃপক্ষ নির্দেশ মেনে চলতে এবং তার পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য কোনো ইতিবাচক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।” উল্লেখ্য যে, SILIC-এর পলিসির পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, “সংশ্লিষ্ট কোম্পানির পোর্টফোলিওতে রান-অফের প্রবণতা বৃদ্ধি ক্রমশ পেয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “যদি এই প্রবণতা চলতে দেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে ও মূলধন কমে যাবে এবং SILIC পলিসি হোল্ডারদের প্রতি তার বাধ্যবাধকতা পূরণ করতে পারবে না। যা পলিসি হোল্ডারদের স্বার্থকে বিপন্ন করবে।”

এমন পরিস্থিতিতে, IRDAI শুক্রবার অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নিয়েছে যে, “SILIC-এর পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়াও, কর্তৃপক্ষ অবিলম্বে SILIC-এর লাইফ ইন্স্যুরেন্স বিজনেস অন্য বিমা কোম্পানিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে।”

SAHARA INDIA

ইতিমধ্যেই ইন্স্যুরেন্স রেগুলেটর IRDAI, SBI-কে পলিসি হোল্ডারদের কাছে পৌঁছতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। এছাড়াও প্রশ্নের সমাধানের জন্য তাদের একটি পৃথক ফোন-লাইন জারি করার বিষয়টিও জানানো হয়। IRDAI বলেছে যে, তারা সমগ্ৰ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবে এবং SILIC-এর পলিসি হোল্ডারদের স্বার্থে প্রয়োজনীয় নির্দেশ জারি করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর