DA বৃদ্ধির পর সামনে ফের সুখবর! নয়া বছরে লটারি লাগলো এই সব রাজ্য সরকারি কর্মচারীদের

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরেই একের পর এক সুখবর! এককথায় সরকারি কর্মীদের সোনায় সোহাগা। আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে গত ৮ ফেব্রুয়ারী রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট (State Budget 2024) পেশ করেন বাংলার অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেটেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ আরও ৪ শতাংশ বৃদ্ধি করেছে (Dearness Allowance) মমতা সরকার। এদিকে সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই সামনে আরেক সুখবর। সরকারি কর্মচারীদের ছুটির সুযোগও এবারে অনেকটা বাড়লো।

প্রসঙ্গত, গত বাজেটে রাজ্যের সরকারি কর্মীদের (State Government Employees) জন্য অতিরিক্ত ৩% ডিএ এর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। যার ফলে ডিএ গিয়ে দাঁড়িয়েছিল ৬% শতাংশে। তবে সেই নিয়ে খুশি হননি সরকারি কর্মীরা। সম্প্রতি ডিসেম্বর মাসেই আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য। বর্তমানে ১০% করে ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা। এরই মধ্যে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে ফের চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছে মমতা সরকার।

এখানেই শেষ নয়। সরকারি কর্মচারীদের জন্য আরও খুশির খবর রয়েছে। জানিয়ে রাখি, চলতি বছর টানা ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি শিক্ষকেরা। রাজ্য স্কুল শিক্ষা দফতরের সচিবের জারি করা বিজ্ঞপ্তি থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষকদের ছুটির বিষয়টি সামনে এসেছে। এমনিতেই ২০২৪ সাল লিপইয়ার ফলে ৩৬৬ দিনে বছর হবে। বছরে ৫২ টা রবিবার সাপ্তাহিক ছুটি। অনেক স্কুলে শনিবারও ছুটি থাকে। তাহলে ৫২ টা শনিবারও ছুটি সেই সকল শিক্ষকদের জন্য। এ ছাড়াও রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি এ বছর আরও ৬৫ দিন ছুটি থাকবে।

যদিও হিসেব কষে দেখা যায় তাহলে ৫২+৫২+৬৫ অর্থাৎ মোট ১৬৯ দিন ছুটি পাচ্ছেন সেই সব শিক্ষকরা। আর তাদের এবছর কাজে যেতে হবে মাত্র (৩৬৬-১৬৯) ১৯৭ দিন। ওদিকে প্রতি বছর সরস্বতী পুজোয় একদিন ছুটি থাকলেও এবছর দুদিন ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীদের। গতকাল ১৩ ফেব্রুয়ারী ও আজ ১৪ই ফেব্রুয়ারী দুদিন পরপর ছুটি।

da hike

আরও পড়ুন: ফের DA বাড়ছে সরকারি কর্মীদের! কারা কত টাকা পাবেন? দেখে নিন হিসেব

আবার আসন্ন মার্চেও থাকছে টানা ছুটি। এ বছর দোল উৎসব উপলক্ষে দু’দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ২৫ এবং ২৬ মার্চ, সোম এবং মঙ্গলবার পরপর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। আর তার আগে শনি ও রবিবার এমনিতেই ছুটি থাকে। তাহলে টানা চার দিন ছুটি পেতে চলেছেন সরকারি দফতরের কর্মীরা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর