রামভক্তদের জন্য সুখবর, নবরাত্রিতেই চলতে শুরু করবে ‘শ্রী রামায়ণ এক্সপ্রেস’

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ শিবরাত্রির পর এবার নবরাত্রি উপলক্ষ্যে যাত্রীদের জন্য এক নতুন ব্যবস্থা নিল ভারতীয় রেল (Indian rail)। তীর্থযাত্রীদের উদ্দ্যেশ্যে আসতে চলেছে ‘শ্রী রামায়ণ এক্সপ্রেস’ ( Sri Ramayana Express)। মার্চ মাসের ২৮ তারিখ উদ্ধোধন হবে এই ট্রেনের। মোট ১৭ দিন ও ১৬ রাতের থাকেব এই ট্যুর।

ভারতীয় রেলে পক্ষ থেকে রামভক্ত যাত্রিদের জন্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। এর আগে একবার শিবরাত্রিতে শিবভক্তদের উদ্দ্যেশে ট্রেনের ভিতর শিবমন্দির তৈরি করা হয়েছিল। তাই নবরাত্রি উপলক্ষ্যে রামভক্তদের কথা মাথায় রেখে এই আয়োজন করা হয়। নয়াদিল্লী (New delhi) থেকে যাত্রা শুরু করে এই ট্রেন তীর্থযাত্রীদের ভিবিন্ন জায়গায় নিয়ে যাবে। বিশেষত যে স্থানগুলো শ্রীরামের সঙ্গে জড়িত, সেই সব স্থানে যাত্রীদের নিয়ে যাওয়া হবে বলে জানা যায় রেল কর্তৃপক্ষের তরফ থেকে।

‘রামায়ণ সার্কিট অফ ইন্ডিয়া’ (Ramayana Circuit of India) অর্থাৎ বিহারের (Bihar) সীতামারহি, নাসিকের (Nashik) পঞ্চবটি, রামেশ্বরমের (Rameshwar) জ্যোর্তিলিঙ্গ শিব মন্দির সহ বিভিন্ন জায়গায় যাত্রীদের এই ট্রেন ঘোরাবে। এর মধ্যে উলেখযোগ্য স্থান রামের জন্মভূমি অযোধ্যা তো থাকছেই। এই ট্রেনে যাত্রীরা উঠতে পারবে দিল্লী (Delhi), সফদরগঞ্জ (Safdarganj), গাজিয়াবাদ (Ghaziabad), মোরাদাবাদ (Moradabad), বরেলি (Bareilly) এবং লখনউ (Lucknow) স্টেশন থেকে। পাঁচটি নন-এসি স্লিপার ক্লাস এবং পাঁচটি এসি-৩ টিয়ার কোচ নিয়ে মোট ১০ টি কোচ থাকছে এই ট্রেনে। স্লিপার ক্লাসের জন্য মাথাপিছু ভাড়া লাগবে ১৬,০৬৫ টাকা এবং এসি কোচের প্যাকেজ থাকছে ব্যক্তি প্রতি মাথপিছু ২৬,৭৭৫  টাকা ৷

নবরাত্রি উপলক্ষ্যে চালু হওয়া এই ট্রেনে পেঁয়াজ-রসুন ছাড়া খাবার সরবরাহ করা হবে যাত্রীদের ৷ রেল কর্তৃপক্ষের আয়োজিত মেনুতে থাকবে সাবুদানা খিচুড়ি, ফ্রুটস কার্ড এবং পটোটে চাটের মতো খাবার ৷ এই ট্যুরে যাত্রীরা শ্রীলঙ্কায় (Sri Lanka) ঘুরতে যেতে পারবে। তার জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে। তবে শ্রীলঙ্কা থেকে ফেরার জন্য ফ্লাইট বুক করে দেওয়া হবে আইআরসিটি-এর তরফ থেকে। সেজন্য ব্যক্তি প্রতি অতিরিক্ত খরচ লাগবে ৩৭ হাজার ৮০০ টাকা।

সম্পর্কিত খবর

X