দারুণ খবর! গ্রাহকদের জন্য তিনটি সস্তার আনলিমিটেড প্ল্যান নিয়ে এল ভোডাফোন

Published On:

বাংলা হান্ট ডেস্ক : হ্যাঁ এ কথা ঠিক ভোডাফোন আইডিয়ার বাজার দর একেবারেই খারাপ, চলতি বছরে লাভের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। তাই তো প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন আইডিয়া। কিন্তু গ্রাহকদের কোনও মতেই মন খারাপ করাতে চাই না ভোডাফোন আর তাই এই শীতের মরসুমে গরমাগরম তিনটি প্ল্যানের হাজির করল ভোডাফোন সংস্থা।

যদিও তার মধ্যে দুটি প্ল্যান আগে থেকেই চালু ছিল কিন্তু যেহেতু চলতি বছরের ডিসেম্বর মাসেই নতুন প্ল্যান হাজির হয়েছিল তাই আগের 199,269 ঢাকার দুটি প্ল্যান বন্ধ করে দিয়েছিল ভোডাফোন সংস্থা কিন্তু এবার আবারও নতুন নতুন বদল এনে ওই দুটি প্ল্যানের সঙ্গে আরও একটি প্ল্যানের সংযোজন করেছে ভোডাফোন ।129 টাকার একটি নতুন প্ল্যান শুরু করেছে।

জেনে নেওয়া যাক তিনটি প্ল্যান্ড সম্পর্কে বিস্তারিত- 1. 129- এই প্ল্যানে গ্রাহকরা মোট দুই জিবি ডেটা পাবেন তার সঙ্গে আনলিমিটেড লোকাল এসটিডি ন্যাশনাল রোমিং কল পাওয়া যাবে পাশাপাশি, ভোডাফোন প্লে এবং জে ফাইভ ভিডিও ও প্ল্যাটফর্মের যাবতীয় সুবিধা পাওয়া যাবে। 14 তিনের বৈধতার সঙ্গে গ্রাহকরা একসঙ্গে এতগুলি সুবিধা পাওয়ার সুযোগ পাচ্ছেন। 2. 199- গ্রাহকরা প্রতিদিন এক জিবি করে ডেটা, তাঁর সঙ্গে আনলিমিটেড লোকাল এসটিডি ন্যাশনাল ও রোমিং কলের সুযোগ পাশাপাশি ভোডাফোন প্লে জি ফাইভ ভিডিওর মতো সুবিধা পাবেন গ্রাহকরা তবে বৈধতা 21 তিন।

3. 269- প্রতিদিন আনলিমিটেড লোকাল এসটিডি ন্যাশনাল রোমিং কল পাওয়া যাবে তাঁর সঙ্গে মোট 4 জিবি করে ডেটা পাওয়া যাবে, পাশাপাশি ভোডাফোন প্লে ও জি ফাইভ ভিডিও স্ট্রিমিংয়ের সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। যেগুলি আগে ছিল না এবং বৈধতা 56 তিন। তাই চটপট দেরি না করে এই সমস্ত প্ল্যান গুলি সুবিধা গ্রহণের জন্য শীঘ্রই নিকটবর্তী ভোডাফোন রিটেলার সঙ্গে যোগাযোগ করুন।

সম্পর্কিত খবর

X