বড় খবর! এবার আমেরিকা থেকে এল Good News, লাফিয়ে শক্তি বাড়ল ভারতের, জানলে হবেন খুশি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারত (India) এবং আমেরিকার (America) মধ্যে বাণিজ্য নিয়ে বিভিন্ন আলোচনা চললেও এবার নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় আপডেট সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আমেরিকান বিমান ইঞ্জিন প্রস্তুতকারী সংস্থা জেনারেল ইলেকট্রিক (GE) এই মাসে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে (HAL) 99 GE 404 ইঞ্জিনের প্রথম সরবরাহ করতে চলেছে।

ভারতের (India) জন্য বড় সুসংবাদ:

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই ইঞ্জিন তেজস মার্ক 1-A ফাইটার প্লেনের শক্তি বাড়াবে। এই ইঞ্জিন সরবরাহে ২ বছর দেরি হয়েছে। যার ফলে ভারতীয় বিমান বাহিনীতে উদ্বেগ তৈরি হয়। ৭১৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই চুক্তিটি ২০২১ সালে হয়েছিল। এর সাথে, ভারত (India) DRDO দ্বারা তৈরি AMCA-এর জন্য GE-414 ইঞ্জিন তৈরির জন্যও কাজ করছে।

এই বছর আরও ১২ টি ইঞ্জিন পাওয়া যাবে: সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, প্রথম ইঞ্জিনটির পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চলতি মাসের শেষের দিকে সরবরাহ করা হবে। এরপরে, GE 2025 সালে ১২ টি ইঞ্জিন এবং তারপরে প্রতি বছর ২০ টি ইঞ্জিন সরবরাহ করবে। এদিকে, HAL ভারতে (India) GE-414 ইঞ্জিন তৈরি করতে GE-র সাথে কাজ করছে। GE-414 ইঞ্জিনটি DRDO দ্বারা নির্মিত অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (AMCA) বিমানকে শক্তি প্রদান করবে।

Good News from America for India.

প্রতিরক্ষা মন্ত্রক একটি কমিটি গঠন করেছে: HAL দ্বারা 83 টি LCA MK1 A বিমান সরবরাহে বিলম্ব করার পরে এবং IAF প্রধানের অসন্তোষের পরে, প্রতিরক্ষা মন্ত্রক একটি কমিটি গঠন করেছে। এই কমিটির চেয়ারম্যান প্রতিরক্ষা সচিব আর. কে. সিংহ। এই কমিটি ফিফথ জেনারেশনের ফাইটার বিমানের জন্য একটি ব্যবসায়িক মডেল তৈরি করবে। কমিটি AMCA-র প্রযুক্তিগত দিকগুলিতে ফোকাস করবে না,। তবে এমন একটি মডেল তৈরি করবে যা বেসরকারি খাতকেও জড়িত করবে। এর উদ্দেশ্য হল ভবিষ্যতে ফাইটার এয়ারক্রাফ্ট তৈরির জন্য ভারতের (India) কাছে HAL ছাড়াও অন্য বিকল্প উপলব্ধ করা।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! উচ্চ রিটার্নের ফাঁদে পড়ে সর্বস্ব পারেন হারাতে, এই কোম্পানিতে বিনিয়োগ করলেই খেল খতম

এই প্রকল্পের অধীনে ইঞ্জিন তৈরি করা হবে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান অফার করেছেন। তবে ভারতও (India) ফরাসি বিকল্প বিবেচনা করছে। এর অধীনে “আত্মনির্ভর ভারত” প্রকল্পের আওতায় ভারতে রাফালে যুদ্ধবিমান এবং এম-৮৮ ইঞ্জিন তৈরি করা হবে।

আরও পড়ুন: বড় চমক BCCI-র! চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই মালামাল হল টিম ইন্ডিয়া

স্বস্তি পাবে ভারত: জানিয়ে রাখি যে, আমেরিকা ছাড়াও ফ্রান্স ভারতকে (India) পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিতে প্রস্তুত। তবে, ভারতকে দেখতে হবে এর জন্য কোন বিকল্প সবচেয়ে ভালো। আসলে, তেজস মার্ক 1-এ বিমানের জন্য GE-404 ইঞ্জিন খুবই গুরুত্বপূর্ণ। তবে, এটি পেতে দেরি হওয়ার বিষয়টি ভারতীয় বায়ুসেনার উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল। এমতাবস্থায়, এখন প্রথম ইঞ্জিন পেয়ে কিছুটা হলেও স্বস্তি মিলবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর