সুখবর সরকারি কর্মীদের জন্য,বাড়ল বোনাসের পরিমাণ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সুখবর সরকারি কর্মীদের জন্য। রাজ্য সরকার উৎসব বোনাস এবং অগ্রীম বাবদ অর্থ দেওয়ার ঘোষণা করল। গত বছর থেকে এবারের বোনাস ২০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।এবার বোনাস দেওয়া হবে চার হাজার টাকা। মূল বেতন এবং ডিএ ধরে মাসিক ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন হলে তবেই সরকারি কর্মচারীরা বোনাস পাবেন।

অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,মাসিক বেতন ৩০ হাজারের বেশি থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত হলে উৎসব অগ্রিম হিসেবে ৮০০০ টাকা অব্দি নেওয়া যাবে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,সরকারি কর্মচারীদের সাথে সাথে বিভিন্ন দপ্তরে কর্মরত স্থায়ী কর্মীরাও ৪০০০ টাকা বোনাস পাবেন। সরকারি অধিকৃত সংস্থার কর্মীদেরও আগাম ৪০০০ টাকা বোনাস ও ৮০০০ টাকার অগ্রিম দেওয়ার কথা জানিয়েছে অর্থ দপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,মুসলিম কর্মীরা এই উৎসব বোনাস ঈদের আগেই পেয়ে যাবেন।

X