বঙ্গ ক্রিকেটে সুখবর! IPL-এ সুযোগ পেলেন আকাশ, সায়ন

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাহান্ট ডেস্কঃ কয়েক দিন পরেই দুবাইয়ের মাটিতে শুরু হতে চলেছে আইপিএল। তার আগে বাংলা ক্রিকেটের জন্য ভালো খবর। নেট বোলার হিসাবে দুবাইতে নিয়ে যাওয়া হচ্ছে বাংলা দুই রঞ্জি খেলা বোলার সায়ন ঘোষ এবং আকাশ দীপকে।

করোনা ভাইরাস এর প্রভাব দিনের পর দিন বেড়েই চলেছে। আর তাই করোনা ভাইরাসের হাত থেকে ক্রিকেটারদের বাঁচানোর জন্য এবারের আইপিএল অনুষ্ঠিত হবে সম্পূর্ণ বায়ো সিকিয়র পরিবেশে। তাই এবারের আইপিএলে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব ফ্র্যাঞ্চাইজি গুলি। আর তাই আটটি ফ্র্যাঞ্চাইজি দল মোট 50 জন নেট বোলার নিয়ে যাচ্ছে দুবাইতে।

152997603c5ada7be03086273cfa33534dbbdb54b55b7e1eb4696d6682c5839c67ae929ec

সেই 50 জনের মধ্যে সুযোগ পেয়েছেন বাংলা দুই বোলার সায়ন ঘোষ এবং আকাশ দীপ। কিংস ইলেভেন পাঞ্জাব দলের নেটে বোলিং করবেন সায়ন ঘোষ অপরদিকে আকাশ দীপ সুযোগ পেয়েছেন রাজস্থান রয়েলস দলে। আইপিএলের নেট বোলার হিসাবে সুযোগ পেয়ে আকাশ দীপ এবং সায়ান ঘোষ দুজনই খুব খুশি। তারা জানিয়েছেন লকডাউন এর মধ্যে এরকম একটা খবর পাবো ভাবতেই পারিনি। এর ফলে আমরা বিশ্বের বিখ্যাত ব্যাটসম্যানদের বোলিং করার সুযোগ পাবো। আর এই অভিজ্ঞতা আমাদের সারা জীবনে কাজে লাগবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর