বাংলা হান্ট ডেস্ক: ক্রমবর্ধমান পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির জেরে কার্যত নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে সাধারণ মানুষের। এমনকি, জ্বালানির দাম বৃদ্ধি হওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও হয়ে ওঠে মহার্ঘ্য। এমতাবস্থায়, সাধারণ মানুষকে খরচের হাত থেকে কিছুটা সামলাতে সম্প্রতি পেট্রোল এবং ডিজেলের ওপর অবগারি শুল্ক হ্রাস করে কেন্দ্রীয় সরকার। যার ফলে জ্বালানির দাম খানিকটা কমায় স্বস্তি পান ক্রেতারা।
তবে, এবার খবর পাওয়া যাচ্ছে যে, পেট্রোল-ডিজেল আরও সস্তা হতে চলেছে খুব শীঘ্রই। জানা গিয়েছে যে, তেল রপ্তানিকারক দেশগুলির সংস্থা OPEC (Organization of the Petroleum Exporting Countries)-এর পাশাপাশি রাশিয়া সহ অন্যান্য সহযোগী দেশগুলি জুলাই-আগস্ট মাস থেকে অপরিশোধিত তেলের উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
অপরিশোধিত তেলের উৎপাদন লাফিয়ে বাড়বে:
মূলত, OPEC, রাশিয়া এবং অন্যান্য সহযোগী দেশগুলি অপরিশোধিত তেলের উৎপাদন প্রতিদিন ৬.৪৮ লক্ষ ব্যারেলে বৃদ্ধি করতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে পেট্রোল-ডিজেলের দাম কমার আশা বেড়েছে। উল্লেখ্য যে, করোনার সময় লকডাউনের কারণে, অপরিশোধিত তেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল এবং অপরিশোধিত তেলের দামও অনেকাংশেই হ্রাস পায়।
এরপর তেল উৎপাদনকারী দেশগুলি দাম স্থিতিশীল রাখতে তাদের প্রতিদিনের অপরিশোধিত তেলের উৎপাদন কমিয়ে দেয়। আপাতত এই দেশগুলি করোনার আগের মত সময়ে তেল উৎপাদনের স্বাভাবিক মাত্রা ফিরে পেতে ফের ধীরে ধীরে তাদের উৎপাদন বাড়াচ্ছে বলে জানা গিয়েছে। বর্তমানে প্রতিদিন ৪.৩২ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন হচ্ছে।
রুশ-ইউক্রেন যুদ্ধে অপরিশোধিত তেলের দাম বেড়েছে:
ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যায়। এদিকে, এর ফলে রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কারণে অপরিশোধিত তেলের সরবরাহও ব্যাহত হয়েছে। এর ফলস্বরূপ বর্তমানে বিশ্ব মারাত্মক মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছে। কারণ পেট্রোল এবং ডিজেলের উচ্চ মূল্য বিশ্বের বেশিরভাগ দেশে মুদ্রাস্ফীতি বাড়াতে একটি বড় ভূমিকা পালন করে।
যদিও OPEC-এর অন্তর্ভুক্ত দেশগুলির অপরিশোধিত তেলের উৎপাদন বাড়ানোর কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, কিন্তু উৎপাদন বাড়ানোর এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হয়েছে যখন অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে আমেরিকায় পেট্রোলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ২০২২ সালের শুরু থেকে আমেরিকায় অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫৪ শতাংশ। যদিও, এই খবর আসার পরেই, নিউইয়র্কে অপরিশোধিত তেলের দাম ০.৯ শতাংশ কমেছে এবং এটি ব্যারেল প্রতি ১১৪.২৬ ডলারে বিক্রি হচ্ছে। পাশাপাশি, মনে করা হচ্ছে যে, অপরিশোধিত তেলের উৎপাদনের এই বৃদ্ধি জ্বালানির মূল্য এবং মহামারীর কবল থেকে পুনরুদ্ধার হওয়া বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির মাত্রা কমাতে সাহায্য করবে।
এক ধাক্কায় পেট্রোলের দাম কমেছে ৯.৫০ টাকা:
সম্প্রতি পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে এক ধাক্কায় দেশে পেট্রোলের দাম ৯.৫০ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৭ টাকা কমেছে। এমতাবস্থায়, রাজধানী দিল্লিতে গত বৃহস্পতিবার এক লিটার পেট্রোলের দাম ছিল ৯৬.৭২ টাকা এবং ডিজেলের দাম ছিল প্রতি লিটারে ৮৯.৬২ টাকা।