বাংলাহান্ট ডেস্ক : দিনের পর দিন জটিল হচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ তির উঠেছে ভারতের দিকে। এই পরিস্থিতিতে ভারত-পাক সম্পর্ক নিয়ে মুখ খুললেন ইমরান খান (Imran Khan)। তিনি মনে করেন, ‘বিজেপি ক্ষমতায় থাকলে দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি সম্ভব নয়।’
সম্প্রতি নিজের দলের রাজনৈতিক কর্মসূচির মধ্যেই গুলিবিদ্ধ হন ইমরান খান। তাঁর রাজনৈতিক দল তেহরিক-ই-পাকিস্তান (PTI) হামলার দায় চাপিয়েছে সে দেশের সরকার ও সেনার বিরুদ্ধে। সেই দায় থেকে মুক্তি পেতে এবার ভারতকে দোষারোপ করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লা। তাঁর দাবি, শত্রু দেশের গুপ্তচর সংস্থা ইমরান খানকে খুন করতে চাইছে। ভারতের ওয়াকিবহাল মহলের দাবি, ইমরানের উপর হামলার দায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’ (RAW)-এর দিকে ঠেলেছেন সানাউল্লা। তবে ইমরান খানের দলই এই দাবি মানতে চায়নি। তাঁদের পালটা দাবি, ইমরানের উপর আবারও প্রাণঘাতী হামলা হতে পারে। সেই দায় ঘাড় থেকে সরাতেই ভারতের উপর দায় চাপাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান (India-Pakistan) সম্পর্ক নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে সরব হলেন ইমরান খান। তিনি বলেন, যতদিন ভারতে জাতীয়তাবাদী শক্তি বিজেপি ক্ষমতায় রয়েছে ততদিন দুদেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়। তিনি আরও জানান, দু’দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হলে আর্থিকভাবে লাভবান হবে সকলেই। কিন্তু কাশ্মীর নিয়ে নয়াদিল্লির কড়া অবস্থানই সেই পথে প্রধান বাধা, দাবি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়েছে ভারত। এরপর প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান।
ইমরান আরও বলেন, ‘আমার ধারনা দু’দেশের সুসম্পর্ক সম্ভব। কিন্তু বিজেপি সরকারের নীতি ভীষণ কঠিন। তাদের একটা জাতীয়তাবাদী ধ্যানধারনা রয়েছে। এমন পরিস্থিতিতে কোনও পদক্ষেপ করা যায় না, এটা খুবই হতাশার। জাতীয়তাবাদী ধ্যান ধারনার জিন একবার বোতল থেকে বেরিয়ে পড়লে তা বোতলে ফেরানো কঠিন।’