রাজ্যজুড়ে করোনা আতঙ্কের মাধ্যেও প্রাপ্য সম্মান পেলেন পিকে ব্যানার্জী, গান স্যালুটে বিদায় কিংবদন্তি ফুটবলারকে।

এই মুহূর্তে বিশ্বজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারন ভাইরাস করোনা। করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পায় নি কলকাতা শহরও, ইতিমধ্যে কলকাতাতেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আর এই সবের মাঝে শুক্রবার দুপুর বেলায় এলো আরও একটি দুঃসংবাদ। সকলকে ছেড়ে চিরদিনের মত চলে গেলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি পি কে ব্যানার্জি। মাত্র 83 বছর বয়সেই সকলকে ছেড়ে চির নিদ্রায় চলে গেলেন কিংবদন্তি ফুটবলার। শুক্রবার দুপুর দুটোর পর চিকিৎসকরা সরকারি ভাবে তার মৃত্যুর খবর জানিয়েছেন।

বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু ঘটে। তারপর সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় সল্টলেকে তার নিজ বাসভবনে। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন মোহনবাগান- ইস্টবেঙ্গল দুই প্রধানের কর্তারা, রাজ্যের রাজ্যপাল জগদীশ ধনকড়, প্রাক্তন কিংবদন্তি ফুটবলারাও। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগানে না খেললেও ভারতীয় ফুটবলের কিংবদন্তি হয়ে ওঠেন এই পি কে ব্যানার্জি। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

67815335386dcadcec831873f8d101749cb2783

করোনা সচেতনতার জন্য কোথাও যাতে বেশি জমায়েত না হয় সেই জন্য পি কে ব্যানার্জির মৃতদেহ সল্টলেক থেকে সোজা নিয়ে চলে যাওয়া হয় নিমতলা মহাশ্মশানে। সেখানে গান স্যালুট জানানোর পর চিরবিদায় জানানো হয় প্রদীপ কুমার ব্যানার্জী কে। হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Udayan Biswas

সম্পর্কিত খবর