বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি জিএসটি (Goods and Service Tax) কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। সেই বৈঠকে একাধিক সুপারিশ করা হয়। নতুন এই জিএসটির সুপারিশগুলি লাগু হতে চলেছে জুলাই মাস থেকেই। নতুন এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু পরিষেবার দাম কমতে চলেছে। জিএসটি কমতে চলেছে ভারতীয় রেলের কিছু পরিষেবায়।
জিএসটি ছাড় দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি, বিশ্রাম নেওয়ার ঘরের ভাড়া, ওয়েটিং রুমের ভাড়া, ক্লোকরুম চার্জ এবং ব্যাটারি চালিত গাড়ির ভাড়ায়। জিএসটি মুকুবের ফলে বড় সুবিধা পেতে চলেছেন রেল যাত্রীরা। এছাড়াও জিএসটি ধার্য করা হবে না শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হোস্টেলে। শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যে হোস্টেলগুলি রয়েছে সেগুলিতে এতদিন জিএসটি ধার্য করা হত না।
আরোও পড়ুন : কথা রাখেনি রেল! ১২ বগির বদলে কেন চলল ৯ কোচের ট্রেন? শিয়ালদায় বিক্ষোভ নিত্যযাত্রীদের
তবে এবার শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে হোস্টেলগুলি থাকবে সেগুলোতেও মিলবে জিএসটি ছাড়ের সুবিধা।এছাড়াও জিএসটি কাউন্সিল সুপারিশ করেছে ২০১৭-১৮ থেকে ২০১৯-২০ অর্থবর্ষের জিএসটি আইনের ধারা নং ৭৩-এর অধীনে জারি করার ট্যাক্স ডিমান্ডের নোটিসের উপর জরিমানা মুকুব করার। ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে নোটিশের ট্যাক্স ডিমান্ড পরিশোধ করলে পাওয়া যাবে এই সুবিধা।
এছাড়াও এক্সটেনশনের অনুমোদন দেওয়া হয়েছে চালান বা ডেবিট নোটে ট্যাক্স ক্রেডিট প্রাপ্তির ক্ষেত্রে। এছাড়াও ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে সব ধরনের কার্টন বাক্সের GST। পাশাপাশি জানানো হয়েছে, ১২ শতাংশ জিএসটি ধার্য করা হবে ফায়ার ও ওয়াটার স্প্রিংকলার সহ সব ধরনের স্প্রিংকলারে।