মাটির তলায় মিলল ৮০ লাখ টাকার সামগ্রী, ছিল বৈদ্যুতিক পাখা সমেত অত্যাধুনিক পণ্য

বাংলাহান্ট ডেস্ক : আমেরিকায় সন্ধান মিলেছে একটি আন্ডারগ্রাউন্ড বাঙ্কারের। প্রাথমিক অবস্থায় আন্ডারগ্রাউন্ড বাঙ্কারের খোঁজ পাওয়ার কথা শুনলে সেটিকে আর পাঁচটা ঘটনার মতো স্বাভাবিক মনে হলেও তার মধ্যেই লুকিয়ে আছে আশ্চর্যজনক ঘটনা। জানা গিয়েছে, সেই গোপন আন্ডারগ্রাউন্ড বাঙ্কার থেকে পুলিশ লাখ লাখ টাকার সামগ্রী উদ্ধার করেছে। শুধু তাই নয়, এই বাঙ্কারের ভিতরে পুলিশ বিদ্যুত সরবরাহের আধুনিক ব্যবস্থারও খোঁজ পেয়েছে।

সম্প্রতি একটি নির্জন ভূগর্ভস্থ বাঙ্কারে 80 লক্ষ টাকারও বেশি মূল্যের লুণ্ঠিত পণ্য এবং বন্দুক পাওয়া যেতেই তীব্র গুঞ্জন শুরু হয় এলাকায়। সূত্রের খবর, আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ডাকাতির মামলার তদন্তে নেমে পুলিশ এই বাঙ্কারের সন্ধান পায় পুলিশ। যে জায়গাটিতে বাঙ্কারটি পাওয়া গেছে সেটি ফ্র্যাঙ্কলিন ম্যাকনালি স্কুলের খুব কাছে বলেই জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে এত অস্ত্র পাওয়া নিয়েও উঠছে নানা প্রশ্ন।

ইতিমধ্যেই, সানজোসে পুলিশ ১৩ জুলাই টুইটারে এই আন্ডারগ্রাউন্ড বাঙ্কারের ছবি শেয়ার করেছে। এই ফটোগুলিতে বাক্সে মালপত্র ভর্তি বাঙ্কার এবং একাধিক বন্দুক দেখা যাচ্ছে । এ ছাড়াও লক্ষণীয় বিষয়, মূল বাঙ্কারটি কাঠের বিম দিয়ে তৈরি করা হয়েছে। বাঙ্কারের ভেতরে ফ্যান ও আলোর ব্যবস্থাও রয়েছে যা রীতিমতো চমকে দিয়েছে পুলিশকে। গোটা ঘটনায় রীতিমতো বাকরুদ্ধ স্থানীয়রা।

jpg 20220718 145404 0000

সানজোসে পুলিশ তাদের টুইটে লিখেছে, “পুলিশ কর্মকর্তারা গতকাল (১২ জুলাই) এক ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়েছিলেন। তদন্তের সময়, তারা কোয়োট ক্রিক এবং উল ক্রিক ড্রাইভ এলাকায় একটি বাঙ্কার খুঁজে পেয়েছে।” ইতিমধ্যেই এই ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। লুন্ঠিত জিনিসপত্র ক্ষতিগ্রস্তদের কাছে ফেরত দেওয়ার কথা জানালেও মামলার বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি পুলিশের কর্তারা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর