মুশকিল আসান! এবার জটিল থেকে জটিলতর অঙ্কের সমাধান করে দিতে চলেছে গুগল

বাংলাহান্ট ডেস্কঃ দেশে করোনা সংক্রমণের শুরুর পরই ছাত্রছাত্রীরা হয়ে উঠেছে প্রযুক্তি নির্ভর। সবধরনের এবং সমস্ত স্তরের পড়াশুনা একরকম হয়ে উঠেছে অনলাইন নির্ভর। ছাত্রছাত্রীদের এই প্রযুক্তি নির্ভর হয়ে ওঠার কারণে গুগল এবার আরও নানান সমস্যার সমাধানের জন্য নিতে চলেছে বড় পদক্ষেপ। এবার আপনার জটিল থেকে জটিলতর অঙ্কের সমাধান গুগল সার্চেই মিলে যাবে। হ্যাঁ, এমনই পদ্ধতি চালু করতে চলেছে গুগল।

তবে নিমেষেই অঙ্কের সমাধান নয়(Google Math Problem Solve) । বোঝার সুবিধার্থে গুগল ধাপে ধাপে সেই অঙ্কের সমাধান করে দেবে, যাতে তা থেকে সবাই সহজেই সেই সমাধান বুঝতে পারে। আপনি হয়তো এরকম কোনও কিছুর সঠিক সমাধান আগেও পেতেন। তবে গুগল এবার আকর্ষণীয় পদ্ধতিতে সেই সমাধান আপনার কাছে তুলে ধরবে।

গুগলের সর্বশেষ ব্লগ পোস্ট থেকে এমনটাই জানা যাচ্ছে। গুগল (Google) তার অনুসন্ধান পদ্ধতিতে আরও দুটি নতুন বৈশিষ্ট্য সংযুক্ত করতে চলেছে। একটি ‘অনুশীলন সমস্যা’। যা আপনার গণিত, পদার্থবিজ্ঞান এবং এমনকি রসায়ন সম্পর্কিত প্রশ্নের  সহজ পদ্ধতি সঠিক উত্তর দেবে।

Google Chrome – Download the fast, secure browser from Google

গুগলের এই আকর্ষণীয় বৈশিষ্ট্যটি সরাসরি অনুসন্ধানে আপনার উচ্চ বিদ্যালয়ের গণিত, রসায়ন এবং পদার্থবিজ্ঞানের বিষয়গুলির জ্ঞান পরীক্ষা করবে এবং প্রশ্নের উত্তরও দেবে। যার ফলে আপনি বিবিসি বিটসাইজ, বাইজাস, কেরিয়ারস ৬০৬০, চেগ, সিকে 12, শিক্ষা কুইজ, গ্রেডআপ, গ্রেট মাইন্ডস, কাহুত, ওপেনস্ট্যাক্স, টপপ্রিপ, বেদান্টু এবং আরও অনেক কিছুর মতো শিক্ষাগত প্রশ্নের উত্তর সরবরাহকারীরিসোর্স থেকে দূরে থাকবেন।

উদাহরণস্বরূপ, আপনি যদি গুগলে “কেমিক্যাল বন্ড অনুশীলন সমস্যা” (Chemical Bond Practice Problems) টাইপ করেন, তাহলে আপনাকে গুগলের এই প্রশিক্ষকরা একাধিক পছন্দের প্রশ্ন দেখিয়ে দেবেন। তারপর আপনি আপনার উত্তর জমা দিতে পারেন এবং আপনি ভুল বা সঠিক থাকলে অবিলম্বে আপনাকে তা জানানো হবে গুগলের তরফে।

গুগল অপর যে বৈশিষ্ট্যটি সংযুক্ত করতে চলেছে, তাতে গণিতের সমস্যার জন্য একটি ব্যাখ্যাকারী বৈশিষ্ট্য। এটি কেবল আপনাকে উত্তরটি বলবে না, কীভাবে তার সমাধান হল তাও আপনাকে জানিয়ে দেবে। আপাতত এই সুবিধাটি আপনি ইংরেজিতে পেলেও পরে ৭০ টিরও বেশি ভাষায় ধাপে ধাপে এ ধরণের ব্যাখ্যা পেতে পারেন বলে গুগলের তরফে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর