গুগল ক্রোম ব্যবহার করার জন্য মাসে মাসে দিতে হবে টাকা! মাথায় হাত ব্যবহারকারীদের

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে উন্নত হয়েছে প্রযুক্তি। আবিষ্কার হয়েছে নিত্য নতুন গেজেটস। মোবাইল ফোন হোক কিংবা কম্পিউটার, বিশ্বের যে কোনও প্রান্তের তথ্য একটা ক্লিকেই জেনে নেওয়া সম্ভব। যেকোনো সার্চ ইঞ্জিনে গিয়ে কয়েকটা মাত্র শব্দ ইনপুট করলেই আমরা জেনে নিতে পারি অনেক কিছু। এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ক্রোম।

ক্রোম ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের কোনও রকম অর্থ প্রদান করতে হয় না। ব্যবহারকারীরা এর সমস্ত ধরনের সুবিধা বিনামূল্যে উপভোগ করতে পারেন। তবে আর এই বিনামূল্যে সুবিধা পাবেন না ইউজাররা। ক্রোমের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য ব্যবহার করার জন্য আপনাকে প্রদান করতে হবে অর্থ। এন্টারপ্রাইজ প্রিমিয়াম নামের একটি ফিচার সম্প্রতি সংযুক্ত করা হয়েছে গুগল ক্রোমে।

আরোও পড়ুন : গাড়ির সরঞ্জাম কিনতে টেসলার ভরসা কলকাতার এই সংস্থা! দেওয়া হল ৪০০ কোটি টাকার বরাত

অর্থ প্রদান করলেই এই বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। সংস্থার কথা অনুযায়ী, ব্যবসা ও প্রতিষ্ঠানিক ক্ষেত্রের কথা মাথায় রেখে এই ফিচার আনা হয়েছে। নতুন এই বৈশিষ্ট্যটি ব্যবসায়িক ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীদের থেকে আরও বেশি সুরক্ষা প্রদান করবে। এই ফিচার ব্যবহারকারী স্প্যাম, হ্যাকিং এবং ফিশিংয়ের মতো আক্রমণের হাত থেকে রক্ষা পাবেন।

CHROME

এন্টারপ্রাইজ প্রিমিয়াম বৈশিষ্ট্যটির কোনও সম্পর্ক নেই সাধারণ ক্রোমের সাথে। ব্যবসা ও প্রতিষ্ঠান পরিচালনাকারীদের জন্য এই বৈশিষ্ট্যটি আনা হয়েছে গুগলের পক্ষ থেকে। সমস্ত ক্রোম ব্রাউজার পরিচালনা করে এটি। ক্রোমের এই ফিচার ব্যবহার করার জন্য আপনাকে মাসে 6 ডলার (প্রায় 500 টাকা) খরচ করতে হবে। তবে এই অর্থের বিনিময়ে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত নিরাপত্তা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর