গুগলের বিশেষ ডুডল! উদ্দেশ্য মোগাম্বোর জন্মদিন

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক: অতি প্রচলিত মোগাম্বো খুশ হুয়া!হবেন নাই বা কেন… তাঁর ৮৭তম জন্মদিনে এবার এক অভিনব কায়দায় শ্রদ্ধা জানাল গুগল। ২২ জুন অমরিশ পুরীকে নিয়ে তৈরি হল বিশেষ ডুডল।

প্রসঙ্গত শুধুমাত্র হিন্দি ছবিতেই নয়, হলিউডেও নিজের প্রতিভা প্রমাণ করেছেন আইকনিক এই বলিউড লেজেন্ড। নেগেটিভ চরিত্রে তাঁর মতো অভিনয় দর্শক খুব কমই দেখেছেন। ১৯৩২ সালের ২২ জুন পঞ্জাবে জন্ম অমরিশ পুরীর। কেরিয়ারের শুরু থিয়েটার থেকে। ভয়েস ওভার শিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি। ৩৯ বছর বয়সে ১৯৭১ সালে রেশমা অউর শেরা ছবি দিয়ে তাঁর বলিউডে পা রাখা। অভিনয় করেছেন Gandhi ছবিতেও।

তারপর হলিউডেও তাঁর আত্মপ্রকাশ ১৯৮৪ সালে স্টিভেন স্পিলবার্গের হাত ধরে। অভিনয় করেছিলেন ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম ছবিতে। তাঁর অভিনয় জীবনে ৪০০-র বেশি ছবিতে কাজ করেছেন অমরিশ পুরী। বলিউড এবং হলিউড ছাড়াও তাঁকে দেখা গিয়েছে কন্নড়, মরাঠি, পঞ্জাবী, মালয়লী, তেলুগু এবং তামিল ছবিতে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২০০৪ সালের ২৭ ডিসেম্বর। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। এবার জন্মদিনে এই ডুডল সত্যিই নজরকাড়া।

X