বাংলাহান্ট ডেস্ক: কেন্দ্রের তোপের মুখে পড়ল প্রযুক্তি সংস্থা গুগল (Google) । বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনকে বিরাট অঙ্কের জরিমানা করেছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা সিসিআই। গত বৃহস্পতিবার কেন্দ্রের অধীনে থাকা জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়, নিজেদের ক্ষমতার অপব্যবহারের জন্য মার্কিন এই প্রযুক্তি সংস্থাটিকে প্রায় ১ হাজার ৩৩৮ কোটি টাকার জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সবরকম অর্থনৈতিক কাজও অবিলম্বে বন্ধ করে দিতে বলা হয়েছে গুগলকে।
কিন্তু হঠাৎ এত মোটা অঙ্কের জরিমানা কেন করা হল গুগলকে? জানা গিয়েছে, বিভিন্ন অ্যাপ ও প্রোগ্রাম চালানোর জনয় এখন বেশিরভাগ ফোনেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকে। ২০০৫ সাল থেকেই এটি গুগলের মালিকানাধীন। তাই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিতে চাইলে তাদের একপ্রকার বাধ্য হয়েই গুগলের বিভিন্ন অ্যাপ ও সার্ভিস ব্যবহার করতে হয়। এখান থেকেই শুরু হয়েছে যাবতীয় সমস্যা।
এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে সিসিআই। সেখানে জানানো হয়েছে, প্রতিযোগিতামূলক বাজারে আধিপত্য ধরে রাখার জন্য অনৈতিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে হাতিয়ার করে প্রতিযোগীদের বাজারে আসতে দিচ্ছে না গুগল। ফলে অন্যদের তুলনায় অনেক বেশি লাভবান হচ্ছে এই সংস্থা। অর্থাৎ, প্রভাব খাটিয়ে জোর করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দুনিয়ায় একছত্র আধিপত্য বিস্তার করতে চাইছে তারা। এর ফলে প্রতিযোগিতার শর্ত লঙ্ঘন করেছে সেটি। এই অভিযোগের ভিত্তিতেই গুগলকে প্রায় ১ হাজার ৩৩৮ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
"CCI's decision is a major setback for Indian consumers & businesses, opening serious security risks for Indians who trust Android's security features & raising the cost of mobile devices for Indians. We will review the decision to evaluate next steps," said a Google spokesperson https://t.co/vaHNDIGKka pic.twitter.com/eGR52lTdZJ
— ANI (@ANI) October 21, 2022
গুগল যেহেতু অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম পরিচালনাই করে না, সব কিছু দেখভালও করে। তারা নিজেরা যে সব অ্যাপের মালিক, সেগুলির লাইসেন্সও দিয়ে থাকে তারা। সে কারণে গুগলের তৈরি অধিকার এবং বাধ্যবাধকতা সংক্রান্ত একাধিক চুক্তিতেও সই করতে হয় তাদের। যার মধ্যে অন্যতম হল মোবাইল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট। এর ফলে আগে থেকেই অ্যান্ড্রয়েড মোবাইলগুলিতে গুগলের সার্চ ইঞ্জিন অ্যাপ, ক্রোম ব্রাউজার, উইজেট ইনস্টল করে দেওয়া হয়।
স্বাভাবিকভাবেই এর ফলে অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে যায় গুগল। সংস্থার এই কাজকেই সম্পূর্ণ অনৈতিক বলে দাবি করেছে সিসিআই। এইভাবেই ৯৮ শতাংশ স্মার্টফোন বাজার নিজেদের আয়ত্তে এনেছে এই মার্কিন সংস্থা। এভাবে তারা শুধু অন্যের বাজার দখলই করে না। প্রতিযোগিদের বাজারে ঢোকার পথে প্রতিবন্ধকতা তৈরি করে। এর ফলে গুগল একাই মুনাফা ভোগ করে। তাদের এই কার্যকলাপের জন্য অন্যান্য সংস্থাগুলি ধাক্কা খায়। এসব কারণেই কেন্দ্রের রোষের মুখে পড়তে হয়েছে গুগলকে।
তবে এ নিয়ে কার্যত পাল্টা হুঁশিয়ারি দিয়েছে গুগলও। তারা জানিয়েছে, কেন্দ্রের এই পদক্ষেপের ফলে ভারতীয় ইউজার ও ব্যবসা, উভয়কেই সমস্যায় পড়তে হতে পারে। অ্যান্ড্রয়েডের নিরাপত্তাকে বিশ্বাস করেন যেই ইউজাররা, তাঁরাও এর ফলে ধাক্কা খেতে পারেন। একইসঙ্গে দেশের বাজারে স্মার্টফোনের দামও বাড়তে পারে। এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করার পর যাবতীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে গুগল।