বাংলাহান্ট ডেস্ক: ফের একবার কেন্দ্রের তোপের মুখে পড়ল প্রযুক্তি সংস্থা গুগল (Google )। এই নিয়ে পর পর দু’বার গুগলকে জরিমানা করল কেন্দ্র। গত বৃহস্পতিবার বিশ্ববিখ্যাত এই সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা করেছিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। নিজেদের ক্ষমতার অপব্যবহারের জন্য মার্কিন এই প্রযুক্তি সংস্থাটিকে প্রায় ১ হাজার ৩৩৮ কোটি টাকার জরিমানা করা হয়েছিল। ঠিক এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও বিপুল অঙ্কের জরিমানার মুখে পড়তে হল গুগলকে।
এর আগে সিসিআই জানিয়েছিল, প্রতিযোগিতামূলক বাজারে আধিপত্য ধরে রাখতে অনৈতিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে হাতিয়ার করে প্রতিযোগীদের বাজারে আসতে দিচ্ছে না গুগল। কারণ এই অপারেটিং সিস্টেম গুগলের মালিকানাধীন। ফলে অন্যদের তুলনায় অনেক বেশি লাভ করছে এই সংস্থা। অর্থাৎ, নিজেদের প্রভাব খাটিয়ে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলিকে একপ্রকার বাধ্য করছে গুগলের বিভিন্ন অ্যাপ ও সার্ভিস ব্যবহার করতে।
এর ফলে প্রতিযোগিতার শর্ত লঙ্ঘন করেছে সেটি। এই অভিযোগের ভিত্তিতেই গুগলকে প্রায় ১ হাজার ৩৩৮ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার আবারও গুগলকে ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা করল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। এর ফলে মোট জরিমানার অঙ্ক গিয়ে দাঁড়াল ২ হাজার ২৭৪ কোটি টাকায়। মঙ্গলবারের এই জরিমানা করার কারণ হিসেবে বলা হয়েছে, গুগল তাদের প্লে স্টোরের শর্ত সংক্রান্ত বিষয়ে প্রভাবশালী অবস্থায় রয়েছে। এই ক্ষমতারও অপব্যবহার করেছে তারা। এই প্রযুক্তি সংস্থাকে ক্ষমতার অপব্যবহারের বিষয়ে সতর্ক করা হয়েছে।
Case Nos. 07 of 2020, 14 of 2021 and 35 of 2021
CCI imposes a monetary penalty of ₹ 936.44 Crore on Google for anti-competitive practices in relation to its Play Store policies.
Read the full order here: https://t.co/GDR820ffYg
Press release: https://t.co/7HEPJeHVK3#Antitrust pic.twitter.com/TbTa6vbCXl— CCI (@CCI_India) October 25, 2022
সিসিআই জানিয়েছে, একটি তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী গুগল প্লে স্টোরে তাদের প্রভাব খাটিয়ে নিজেদের ডিজিটাল পেমেন্ট অ্যাপ ও অ্যাপের অন্তর্বর্তী পেমেন্ট সিস্টেমের প্রচার করতে বেশ কিছু অনৈতিক কাজ করেছে। প্রসঙ্গত, বিভিন্ন অ্যাপ প্রস্তুতকারক সংস্থা এইসব অ্যাপ স্টোরগুলিতে নিজেদের অ্যাপ প্রদান করে। স্মার্টফোনে কোন অপারেটিং সিস্টেম রয়েছে তার উপর নির্ভর করছে সেখান থেকে কোন অ্যাপ স্টোর ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
গুগলের শর্ত অনুযায়ী, অ্যাপ সংস্থাগুলি আর্থিক লেনদেনের জন্য শুধুমাত্র গুগল প্লে-র বিলিং সিস্টেম ব্যবহার করতে পারবে। গ্রাহকদের কাছে যদি কোনও অ্যাপ বা অ্যাপের কিছু জিনিস বিক্রি করা হয়, সেক্ষেত্রে গুগলের নিজস্ব বিলিং সিস্টেমই ব্যবহার করতে হয় অ্যাপ প্রস্তুতকারক সংস্থাগুলিকে। এটাও খানিকটা বাধ্য হয়েই। পাশাপাশি, প্লে স্টোরের বাইরে অ্যাপগুলি বিক্রি বা ডাউনলোড করার উপর নিষেধাজ্ঞাও জারি করেছে গুগল।
প্রযুক্তি সংস্থার এই পদক্ষেপেই বেজায় চটেছে কেন্দ্র। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার মতে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অ্যাপ স্টোরে নিজেদের আধিপত্য বিস্তার করতে বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করেছে গুগল। তারা অ্যাপ সংস্থাগুলিকে বাধ্য করেছে গুগলের নিজস্ব বিলিং সিস্টেম ব্যবহার করতে। এটি একেবারেই অনৈতিক একটি কাজ। এমনকি, যদি অ্যাপ প্রস্তুতকারক সংস্থাগুলি গুগলের শর্ত মেনে না চলে তাহলে তারা প্লে স্টোরে নিজেদের অ্যাপের বিজ্ঞাপণও দিতে পারবে না। এর ফলে অ্যাপ প্রস্তুতকারক সংস্থাগুলির থেকে স্বচ্ছভাবে আর্থিক লেনদেনের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ সিসিআই-এর।
যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি গুগলের তরফে। শুক্রবার জরিমানার পদক্ষেপের বিরুদ্ধে কার্যত পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল গুগল। তারা জানিয়েছিল, কেন্দ্রের এই পদক্ষেপের ফলে ভারতীয় ইউজার ও ব্যবসা, উভয়কেই সমস্যায় পড়তে হতে পারে। অ্যান্ড্রয়েডের নিরাপত্তাকে বিশ্বাস করেন যেই ইউজাররা, তাঁরাও এর ফলে ধাক্কা খেতে পারেন। একইসঙ্গে দেশের বাজারে স্মার্টফোনের দামও বাড়তে পারে। এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করার পর যাবতীয় পদক্ষেপ করার কথা জানিয়েছিল তারা।