বড়সড় ধাক্কা খাবে আম্বানি! Jio-কে টক্কর দিতে Airtel-এ বিরাট বিনিয়োগ গুগলের

বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতের অন্যতম টেলিকম সংস্থা Airtel-এ বড় অঙ্কের বিনিয়োগ করতে চলেছে গুগল। ইতিমধ্যেই এই সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এসেছে। বর্তমানে ভারতে টেলিকম সংস্থায় একচেটিয়া আধিপত্য রয়েছে দেশের অন্যতম বিজনেস টাইকুন মুকেশ আম্বানির সংস্থা Jio-র। তবে, Airtel-এর সাথে গুগল সংযুক্ত হলে তা Jio-র কাছে যে একটি বড় ধাক্কা হবে তা মনে করছেন বিশেষজ্ঞ মহল।

জানা গিয়েছে যে, অ্যালফাবেট ইনকর্পোরেটেডের গুগল এবার ভারতে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করতে চলেছে। ভারতীয় টেলিকম অপারেটের Airtel- এর সঙ্গে জোট বেঁধেই এই কাজ করবে গুগল।

গুগল ইকুইটি ডিল এবং টাই-আপের মাধ্যমে পাঁচ থেকে সাত বছরের মধ্যে তার ডিজিটালাইজেশনের জন্য বরাদ্দ খাত থেকেই এই বিনিয়োগ করবে বলে জানা গিয়েছে। ভারতী এয়ারটেলে ১ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করবে সংস্থাটি।

আপাতত ভারতে ডিজিটাল পরিবর্তনে ক্লাউড ইকো-সিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এই দুই সংস্থা। তবে, পরিকল্পনামাফিক সমস্ত কিছু এগোলে আগামী দিনে ভারতে ১০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে রাজি রয়েছে গুগল।

Airtel news.

পাশাপাশি, আরও জানা গিয়েছে যে, ভারতের বাজারে Reliance Industries Ltd-এর ডিজিটাল ইউনিট Jio Platforms-এর একচেটিয়া ব্যবসাকে কড়া টক্কর দিতেই Airtel-কে সঙ্গী করে মাঠে নামছে গুগল।

এই প্রসঙ্গে Airtel জানিয়েছে যে, আপাতত আগামী ৫ বছরের জন্য এই চুক্তিটি হয়েছে। এর মাধ্যমে গুগল Airtel-এর ১.২৮ শতাংশ মালিকানা অর্জন করবে। এদিকে, এই খবর প্রকাশ্যে আসতেই Airtel-এর শেয়ারের দরও বেড়ে গিয়েছে। আপাতত তা ০.৫৪% বেড়ে হয়েছে ৭১১ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর