এবার ‘এই মহিলা’ই সামলাবেন ভারতে গুগলের দায়িত্ব! জানা আছে তাঁর পরিচয়?

বাংলাহান্ট ডেস্ক : গুগল ইন্ডিয়ার ( Google India) পরবর্তী কান্ট্রি ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট (Vice President) হতে চলেছেন প্রীতি লোবানা (Preeti Lobana)। সম্প্রতি সঞ্জয় গুপ্তাকে গুগলের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট পদে বসানো হয়েছে। সঞ্জয়ের ছেড়ে যাওয়া চেয়ারেই বসতে চলেছেন প্রীতি লোবানা (Preeti Lobana)।

গুগল ইন্ডিয়ার ( Google India) দায়িত্বে প্রীতি লোবানা (Preeti Lobana)

গুগল ইন্ডিয়ার নতুন কান্ট্রি ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন প্রীতি। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে ও ডিজিটাল অর্থনীতির বিকাশে প্রীতির কর্মকাণ্ড আগামী দিনে বিশেষ সহায়ক হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ৮ বছরের অভিজ্ঞ প্রীতি গুগল ইন্ডিয়ার অত্যন্ত দক্ষ নেত্রী হিসাবে নেতৃত্ব প্রদান করবেন।

Preeti Lobana

 

দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে গুগলের ভূমিকা বাস্তবায়নে তিনি সদর্থক ভূমিকা নেবেন। গুগলের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তা জানান, গুগলের অনুপ্রেরণা ভারতের ডিজিটাল পরিবেশ। সেই কাজ আরো ত্বরান্বিত হবে AI প্রযুক্তির মাধ্যমে। সঞ্জয় গুপ্তা বলেন তিনি প্রীতির নতুন দায়িত্বে  অত্যন্ত খুশি।

আরোও পড়ুন : বিরাট পরিবর্তন! বছর শেষের আগেই বড় ঘোষণা মমতার, নয়া তালিকা প্রকাশ করল নবান্ন

এই সূত্রে গুগলের তরফে জানানো হয়, প্রযুক্তি এবং আর্থিক শিল্পে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে প্রীতি লোবানার। এই অভিজ্ঞতাই প্রীতিকে ভারতীয় বাজারের পরিবর্তনশীল পরিবেশে কাজ করার উৎসাহ প্রদান করেছে। গুগলের আগে প্রীতি নেতৃত্ব দিয়েছেন ন্যাটওয়েস্ট গ্রুপ, আমেরিকান এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক এবং এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে।

20241003071305 Google for India

ব্যবসায়িক কৌশল, পণ্য ব্যবস্থাপনা, এবং অপারেশনাল উৎকর্ষতার ক্ষেত্রে তাঁর কার্যকারিতা অত্যন্ত প্রশংসিতও হয়েছে। গুগল ইন্ডিয়ার সদ্য দায়িত্বপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট প্রীতি জানান, তিনি অত্যন্ত খুশি নতুন দায়িত্ব পেয়ে। আগামী দিনে অত্যন্ত শক্তিশালী ক্ষেত্র তৈরি হতে চলেছে ভারতের গতিশীল আধ্যাত্মিকতা এবং গুগলের অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর