বাংলা হান্ট ডেস্ক : বাঙালি মানে বারো মাসে তেরো পার্বণ! প্রায় সারা বছরই কোনো না কোনো উৎসবে মেতে ওঠে আপামর বাঙালি জাতি। অক্টোবর শেষ হয়ে সবেমাত্র শুরু হয়েছে নভেম্বর মাস। এখনও দেশ জুড়ে রয়েছে উৎসবের আমেজ। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পর এবার বাকি পড়ে আছে ভাইফোঁটা। অক্টোবর মানেই উৎসবের মাস। দুর্গা পুজো দিয়ে শুরু হওয়ার পর শেষ হলো কালীপুজো দিয়ে।
গুগলে (Google) সবচেয়ে বেশি সার্চ হওয়া টপিক কি?
এছাড়াও এই গোটা অক্টোবর মাস জুড়ে ঘটে গিয়েছে নানান গুরুত্বপূর্ণ ঘটনা। এই মাসেই গত ৯ অক্টোবর প্রয়াত হয়েছেন দেশের প্রবাদ-প্রতিম শিল্পপতি রতন টাটা। ভারতীয় শিল্পক্ষেত্র ছাড়াও গোটা বিশ্বে তাঁর অবদান অনস্বীকার্য। এছাড়াও এই অক্টোবর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় মহিলা ক্রিকেট টিমে জন্যও। এখন প্রশ্ন হল এই অক্টোবর মাস জুড়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কোন টপিকে? কোন টপিক নিয়ে তারা গুগলে (Google) সবচেয়ে বেশি সার্চ করেছেন?
গুগল (Google) মানেই এককথায় হাতের মুঠোয় দুনিয়া। যখন খুশি যা খুশি সার্চ করলেই তা চলে আসে হাতের মুঠোয়। গোটা অক্টোবর মাস জুড়ে ভারতীয়রা গুগলে (Google) সবচেয়ে বেশি কোন টপিকে সার্চ করেছেন এবার তারই তালিকা সামনে এসেছে। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই অক্টোবর মাসে গুগলে সবথেকে বেশি সার্চ হওয়া ট্রপিকগুলি কি কি?
রতন টাটা
তালিকায় সবার প্রথমেই জ্বলজ্বল করছে ভারতের প্রয়াত শিল্পপতি রতন টাটার নাম। মৃত্যুর পর গুগলে সবথেকে বেশি সার্চ হওয়া টপিক তাঁর নাম। বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন এই শিল্পপতির প্রয়াণের পর দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শোক বার্তা। সমাজ মাধ্যমেও শ্রদ্ধা জানিয়েছেন অনেকে। সমীক্ষার রিপোর্ট বলছে অক্টোবর জুড়ে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে রতন টাটার নাম এছাড়াও তার জীবন-যাপন, সম্পত্তি, প্রেম সবকিছু নিয়েই একাধিকবার সার্চ করা হয়েছে গুগলে।
আরও পড়ুন : কালীপুজোর রাতে শিশুকন্যাকে ধর্ষণ করে খুন! গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের
ভারতীয় মহিলা ক্রিকেট দল
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই অক্টোবর মাস ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আন্তর্জাতিক টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স দেশবাসীর মন জয় করে নিয়েছে। সমীক্ষা বলছে এই ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুর্দান্ত পারফরম্যান্স খেলাধুলার প্রতি মহিলাদের আগ্রহ তৈরি করেছে।
সরকারি রেজাল্ট ডট কম
এছাড়াও রয়েছে সরকারি রেজাল্ট ডট কম। এই মুহূর্তে যারা চাকরির সন্ধানে রয়েছে তারাও গুগলে বারবার সার্চ করেছেন এই সরকারি রেজাল্ট ডেট কমের জনপ্রিয় ওয়েবসাইটটিতে। পরীক্ষার ফলাফল প্রবেশপত্র এবং চাকরির বিজ্ঞপ্তি সহ একাধিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এই ওয়েবসাইটে। তাই সরকারি চাকরির জন্য গুরুত্বপূর্ণ আপডেট পেতে অনেকেই এই ওয়েবসাইটটি ফলো করে থাকেন।