google play store থেকে সরিয়ে দেওয়া হয়েছে Paytm কে। জনপ্রিয় এই পেমেন্ট অ্যাপকে সরিয়ে দেওয়ার কারন হিসাবে উঠে আসছে বেআইনি জুয়া সংযোগ।
জানা যাচ্ছে, আইনের তোয়াক্কা না করে বেআইনি জুয়াখেলায় মদত দিচ্ছিল paytm. আগেও এই বিষয়ে গুগলের সুরক্ষা বিভাগ থেকে পেটিএমকে সতর্ক করা হলেও সেই নির্দেশ উপেক্ষা করেছে সংস্থাটি। তারই ফলশ্রুতি হিসাবে এবার জনপ্রিয় এই পেমেন্ট অ্যাপকে নিজেদের প্লেস্টোর থেকে সরিয়ে দিল গুগল।
#Paytm out of Google Play Store.
Google: We don’t allow online casinos/support any unregulated gambling apps that facilitate sports betting. It includes if app leads consumers to an external website that allows them to participate in paid tournaments to win real money/cash prizes pic.twitter.com/poeZzXw5nA— CNBC-TV18 (@CNBCTV18Live) September 18, 2020
@Paytm & @PaytmFirstGames pulled down from Google Playstore@GoogleIndia cites Violation of Google Play gambling policies & says we don’t allow online casinos or support any unregulated gambling apps that facilitate sports betting
@MugdhaCNBCTV18 @ShereenBhan @vijayshekhar pic.twitter.com/Zj4QivQ45A
— Megha Vishwanath (@MeghaVishwanath) September 18, 2020
Just-in: Paytm app has been pulled from Google Play. Details coming up shortly
— Gadgets 360 (@Gadgets360) September 18, 2020
মনে করা হচ্ছে, জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর একদিন আগেই গুগলের এহেন সিদ্ধান্ত অন্যান্য পেমেন্ট সংস্থা যারা বিভিন্ন রকম জুয়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত তাদের জন্য সাবধান বানী।
প্রায় ২ মাস ধরে চলা জনপ্রিয় আইপিএলের মরশুমে প্রচুর বেআইনি জুয়া শুরু হয় দেশজুড়ে। এই বে আইনি কার্যকলাপই ঠেকাতে চাইছে গুগল।
ভারতে যে কোনো খেলায় বাজি ধরা নিষিদ্ধ করা হয়েছে, তবে ফ্যান্টাসি স্পোর্টস যেখানে ব্যবহারকারীরা তাদের পছন্দের খেলোয়াড় নির্বাচন করেন এবং তাদের পছন্দের দল বা খেলোয়াড়রা ভাল খেলে বেশিরভাগ ভারতের রাজ্যে অবৈধ নয়।
বিস্তারিত আসছে…