বাংলাহান্ট ডেস্ক : গোটা বিশ্বে মানব সভ্যতার ইতিহাস পাল্টে দিয়েছে ইন্টারনেট ব্যবস্থা। ছোট শিশু থেকে বৃদ্ধ, বর্তমান যুগে আমরা প্রত্যেকেই ইন্টারনেট নির্ভর। তবে বিশ্বের অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীই এক কথায় স্বীকার করবেন যে আজও তাদের সার্চ ইঞ্জিন হিসাবে পছন্দের তালিকার উপরের সারিতেই রয়েছে গুগুল (Google)।
দিন শেষের পথে গুগল (Google)
যদিও সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে বিশ্ব বিখ্যাত এই সার্চ ইঞ্জিন (Search Engine) সংস্থা ক্রমশ হারিয়ে ফেলছে নিজেদের জনপ্রিয়তা। ভক্স মিডিয়া সার্ভেতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সম্প্রতি। সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের যুব প্রজন্ম ধীরে ধীরে মুখ ফেরাতে শুরু করেছে গুগুলের থেকে। আর সবথেকে চমকে দেওয়া তথ্য হল, সমীক্ষায় অংশ নেওয়া ৪২ শতাংশ মানুষ জানিয়েছেন যে তাদের মনের ইচ্ছা কোনও ভাবেই মেটাতে সক্ষম হচ্ছে না গুগুল।
আরোও পড়ুন : ছাব্বিশের ভোটের আগেই রাজনীতিতে ফিরছেন মিমি? কুণাল ঘোষ যা লিখলেন… শোরগোল শুরু!
পশ্চিমা বিশ্বের সাথে সাথে গোটা পৃথিবীতেই ধীরে ধীরে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এআইয়ের (Artificial Intelligence)। এই অবস্থায় জেন জেডের ৬১ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী মোটেও সন্তুষ্ট নন গুগুলের উপর। তাদের দাবি, তারা এই পুরনো সার্চ ইঞ্জিনের উপর আর ভরসা রাখছেন না। তার বদলে বিকল্প ব্যবস্থা অর্থাৎ AI তাদের চাহিদা পূরণ করতে যথেষ্ট সক্ষম।
আরোও পড়ুন : ছিল না কোচিং! তবুও পরপর চারবার ক্র্যাক করেন UPSC! বেনজির কীর্তি IPS অমৃত জৈনের
তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আজ থেকে বছর দশেক আগে মার্কেটে গুগুল (Google) যে অবস্থানে ছিল, সেখান থেকে ৯০ শতাংশ হারে পতন হয়েছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন সংস্থার। এই সমীক্ষায় ৭৬ শতাংশ মানুষ বলেছেন যে গুগুলের তথ্য আজকাল তারা বিজ্ঞাপনের মতো করে দেখতে পাচ্ছেন। আবার ১৪ শতাংশ ব্যবহারকারীর মত সেই বিজ্ঞাপনগুলি যথেষ্ট সহায়ক হয়ে উঠেছে তাদের জন্য।
গুগুল (Google) আগের মতো সঠিক ফলাফল বা সার্চিং রেজাল্ট দিতে পারছে না বলে মনে করছেন ৪২ শতাংশ মানুষ। আবার ৫৫ শতাংশ মানুষ দাবি করেছেন এতদিন গুগুল থেকে যে তথ্য তারা সংগ্রহ করতেন, সেই তথ্য এখন পাচ্ছেন অন্য মাধ্যম থেকে। এআই চ্যাটবটকে অনেক বেশি সহায়ক বলে মনে করছেন ৫২ শতাংশ মানুষ।
আবার ৬৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তাদের কাছে গুগুলের সার্চ রেজাল্ট অত্যন্ত জটিল মনে হয়েছে। জটিলতার কারণে গুগুল থেকে পাওয়া তথ্য এই ৬৬ শতাংশ মানুষের কাছে বোঝার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যদিও এই সমীক্ষা নিয়ে দ্বিধাবিভক্ত অনেকেই। তবে বর্তমানে AI চ্যাটবট এবং এই ধরণের অন্যান্য এআইগুলি যে হারে জনপ্রিয়তা পাচ্ছে তাতে গুগুলের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে।