ইন্দোরে ফের হামলা স্বাস্থকর্মীদের উপর, চাকুর আঘাতে আহত এক স্বাস্থকর্মী

বাংলা হান্ট ডেস্কঃ করোনার (Coronavirus) বিরুদ্ধে যুদ্ধে আমাদের জন্য নিজের জীবন বিপদে ফেলা ডাক্তার, চিকিৎসাকর্মী আর পুলিশকর্মীদের সাথে দুর্ব্যবহারের মামলা বারবার উঠে আসছে। এবার আরও একবার ইন্দোর (Indore) থেকে এরকম ঘটনা সামনে এলো। এবার স্বাস্থকর্মীদের উপর চাকু দিয়ে হামলা চালায় এক ব্যাক্তি। স্বাস্থকর্মীকে বাঁচাতে আসা এক ব্যাক্তি হামলাকারীর চাকুর আঘাতে আহত হন। এবং স্বাস্থকর্মীরও হাতে আঘাত লাগে।

ইন্দোরের বিনোভা নগরের সমীক্ষা করতে যাওয়া ডাক্তার, টিচার, প্যারামেডিকেল স্টাফ আর আশা কর্মীদের উপর আচমকাই এক ব্যাক্তি চাকু দিয়ে হামলা করেন। হামলাকারী নেশায় ধুত ছিল বলে জানা যায়। শোনা যায় যে, সে নেশার সামগ্রী বিক্রির করার কাজ করে। হামলা করার পর স্থানীয়রা যখন তাঁকে ধরতে যায়, তখন তাদের উপরেও হামলা চালায় ওই ব্যাক্তি। এই হামলায় স্থানীয় ব্যাক্তির সাথে এক স্বাস্থকর্মীও আহত হন।

উল্লেখ্য, এর আগেও ইন্দোরে স্বাস্থকর্মীদের উপর হামলা হয়েছিল। ইন্দোরের টাটপট্টি এলাকায় একদল মানুষ পুলিশ, স্বাস্থকর্মীদের উপর হামলা করে দেয়। ওই এলাকায় করোনা সন্দিগ্ধ ব্যাক্তির খোঁজে গেছিলেন স্বাস্থকর্মীরা। সেই সময় গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকার পরিস্থিতি দেখে সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। এছাড়াও ইন্দোরের রানিপুরা এলাকায় কিছুদিন আগে পরীক্ষার জন্য যাওয়া ডাক্তারের উপর থুতু ছেটানো হয়েছিল। এরপর পুলিশের কাছে অভিযোগ করেন ডাক্তাররা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর