এরপর এমন নাম সামনে আসবে গোটা বাংলা কাঁপবে! বড় বোমা ফাটালেন গোপাল দলপতি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) গল্পে একে একে জুড়ছে নতুন নতুন চরিত্র। যেই নামের তালিকা এতটাই লম্বা যে এখন বলেও শেষ করা যায় না। বিগত কিছুদিন ধরেছে শিক্ষক কেলেঙ্কারির লাইমলাইটে গোপাল দলপতি (Gopal Dalapati) ও তার স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। এবার সেই গোপালই মঙ্গলবার দিল্লি থেকে চাঞ্চল্যকর দাবি করলেন।

ঠিক কী বললেন গোপাল? চিট ফান্ড কাণ্ডে জেল খাটা গোপাল এদিন দিল্লির একটি মন্দিরে পুজো দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই বোমা ফাটালেন অভিযুক্ত। গোপাল বলেন, ” দুর্নীতিমুক্ত বাংলা গড়তে পুজো দিলাম।” এরপরই তিনি বলেন, নিয়োগ দুর্নীতি মামলায় এরপর এমন নাম আসবে যাতে বিস্ফোরণ হবে। কেঁপে যাবে বাংলা।’

আর কী বললেন গোপাল? নাম প্রসঙ্গে কোনো ইঙ্গিত দেননি গোপাল। তবে বারবার তাকে নাম প্রসঙ্গে প্রশ্ন করা হলে, জবাবে তিনি বলেন, ‘নাম তো নামই। ছোট হোক বা বড়, ঠিক সময়ে দেখতে পাবেন।’ নিজের কথায় এদিন বেশ কিছুটা রহস্য রাখলেন গোপাল। সাথেই বাড়িয়ে দিলেন সকলের কৌতূহল।

প্রসঙ্গত, কুন্তলের কথায় নিয়োগ দুর্নীতিতে সদ্য নাম জড়িয়েছে গোপাল দলপতির স্ত্রী ‘রহস্যময়ী’ মডেল হৈমন্তী গঙ্গোপাধ‌্যায়ের (Haimanti Ganguly)। দুদিন থেকে সেই নিয়েই তোলপাড় বঙ্গে। তাকে নিয়ে যখন একের পর এক তথ্য সামনে আসছে তখন প্রাক্তন স্ত্রীর জন্য রীতিমতো ঢাল হয়ে দাঁড়িয়েছে গোপাল।

gopal dalpati

গোপালের কথায় নিয়োগ দুর্নীতি নিয়ে কিছু জানেননা হৈমন্তী। কুন্তল নিজের দুর্নীতি আড়াল করতেই হৈমন্তীর নাম নিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেন, বহুদিন থেকে আলাদা থাকেন তারা। কোনও যোগাযোগ নেই তাদের। হৈমন্তী বর্তমানে কোথায় আছে সেই বিষয়েও কিছু জানেন না বলেই দাবি গোপালের। এদিন দিল্লি থেকে গোপাল বলেন, আরও দিন দু’য়েক তাকে রাজধানীতে থাকতে হবে। ফেরার পর কলকাতায় যেদিন তাকে ইডি বা সিবিআই ডাকবে সেদিনই তিনি গিয়ে হাজিরা দেবেন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X