‘মন্ত্রীসভা নিয়ে হতাশ গোর্খারা’, নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন নীরজ জিম্মা

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রীসভায় বড় রদবদলের পর এবার অসন্তোষ দেখা দিল দলের অন্দরেই। দার্জিলিংয়ের সাংসদ রাজু সিং বিস্তাকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় স্থান না দেওয়ায়, আশা হত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখেলেন নীরজ জিম্মা (Niraj Jimba)।

২০১৯ সালের দেশের ক্ষমতায় দ্বিতীয় বারের জন্য এসে চলতি বছর সম্প্রতি মন্ত্রীসভায় বড় রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে অনেক পুরনো মুখের বদলে মন্ত্রীসভায় স্থান পেয়েছে অনেক নতুন মুখ। এই নতুন মুখের মধ্যে প্রাধান্য পেয়েছে বাংলার চার নক্ষত্রও।

   

তবে নতুন মন্ত্রীসভায় কিছু বদল আনলেও, তা মেনে নিতে পারছেন না বিজেপি বিধায়ক নীরজ জিম্মা । প্রথমে জিএনএলএফের নেতা থাকলেও, ২০১৯ সালে দার্জিলিং আসনের উপনির্বাচনে বিজেপির হয়ে লড়াইয়ে সাফল্য লাভ করেন তিনি। এমনকি ২০২১-এ নির্বাচনে জয়ী হয়ে বিজেপি বিধায়ক হন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল করলেও, সেই মন্ত্রীসভায় স্থান পাননি রাজু সিং বিস্তা। আর এই বিষয়ে কিছুটা হতাশ হয়ে পড়েছেন নীরজ জিম্মা। তাঁর দাবি, ‘আজ পর্যন্ত পাহাড়ের মানুষ বিজেপিকে বিশ্বাস করলেও, সংকল্প যাত্রার মাধ্যমে পাহাড়ের সমস্যার জন্য দেওয়া স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি এখনও অবধি পূরণ হয়নি। আমাদের সমস্যার সমাধানের মধ্যে কোথাও একটা রাজনৈতিক ইচ্ছার অভাব দেখা যাচ্ছে’।

তবে রাজু সিং বিস্তাকে মন্ত্রীসভায় স্থান না দেওয়ায় প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন নীরজ জিম্মা। চিঠিতে তিনি লেখেন, ‘রাজু সিং বিস্তার মতো যোগ্য ব্যক্তি কেন্দ্রীয় মন্ত্রীসভায় স্থান না পাওয়ায়, দার্জিলিংবাসী ক্ষুব্ধ হয়েছে। এলাকার উন্নয়ন থেকে শুরু করে, দার্জিলিং-র সব আসন বিজেপিকে দিয়েছে রাজু সিং বিস্তা। এছাড়াও তরাই-ডুয়ার্সের ১০টি আসনে তাঁর আধিপত্যও রয়েছে। তাই এই ধরণের মানুষকে মন্ত্রীসভায় সামিল না করায় হতাশ গোর্খারা’।

ad2
Avatar
Smita Hari

সম্পর্কিত খবর