শীতের মুখে দুর্দান্ত খবর! গোরুমারায় এবার নয়া চমক, একধাক্কায় খরচ নামবে পর্যটকদের

বাংলাহান্ট ডেস্ক : আগামী শীতে উত্তরবঙ্গের পর্যটকদের জন্য বড় সুখবর। এবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে গোরুমারার (Gorumara) আওতাধীন ৩টি বনবাংলো। গোরুমারার আওতাধীন ধুপঝোরা গাছবাড়ি, রামশাই কালীপুর ইকো ভিলেজ, মৌচুকি ক্যাম্পে কিছুদিনের মধ্যেই রাত্রিবাসের সুযোগ পাবেন পর্যটকেরা।

গোরুমারায় (Gorumara) খুলছে বনবাংলো

জঙ্গলের দরজা গত ১৬ই সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছিল পর্যটকদের জন্য। তবে সংস্কারের কাজ চলায় বন্ধ ছিল বনবাংলোগুলি। সংস্কারের কাজ শেষ হয়ে যাওয়ার ফলে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই পর্যটকদের জন্য খুলে যাবে গোরুমারার আওতাধীন ৩টি বনবাংলো। বর্ষার কারণে জঙ্গলের পাশাপাশি এই বনবাংলোগুলিও ৩ মাস বন্ধ ছিল।

banani

বর্ষা শেষে গত ১৬ ই সেপ্টেম্বর জঙ্গল খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। সংস্কারের কাজ চলায় বন্ধ রাখা হয়েছিল ধুপঝোরা গাছবাড়ি, রামশাই কালীপুর ইকো ভিলেজ, মৌচুকি ক্যাম্প। এর ফলে পর্যটকেরা সেখানে রাত্রিবাসের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। বহুদিন ধরেই দাবি উঠছিল পুনরায় এই বনবাংলোগুলি (Forest Banglow) চালু করার।

আরোও পড়ুন : সাঙ্ঘাতিক ‘পাওয়ারফুল’! তালিকায় নাম উঠেছে বিশ্বের এই ১০ দেশের! জানেন, কত নম্বরে ভারত ?

অবশেষে শীতের মরশুমে মুখে হাসি ফুটল পর্যটকদের।জানা যাচ্ছে, আগের তুলনায় অনেকটাই কমানো হয়েছে এই কটেজগুলির ভাড়া। কটেজ পিছু এখন পর্যটকদের খরচ করতে হবে ১২০০ টাকা। গোরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রাজীব দে জানিয়েছেন, পর্যটকেরা বনবাংলোতে রাত্রিবাস করার সুযোগ পাবেন আগামী ২ রা ডিসেম্বর থেকে।

Gorumara

অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই টিকিট বুক করতে পারবেন পর্যটকেরা (Tourist)। প্রসঙ্গত, গোরুমারা বন্যপ্রাণ বিভাগের অধীনে রয়েছে ৭টি বনবাংলো। হর্নবিল, মৌচুকি, গাছবাড়ি, মূর্তি, পানঝোরা, কালীপুর এবং রাইনো ক্যাম্প – এই বনবাংলোর প্রত্যেকটিতেই পর্যটকদের জন্য রয়েছে থাকা ও খাওয়ার সু-বন্দোবস্ত। শীতের মরশুমে উপচে পড়া ভিড় থাকে এই বনবাংলোগুলিতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর