বাংলাহান্ট ডেস্ক : ব্যর্থতার অন্ধকার গ্রাস করেছে জীবনকে? নতুন কিছু শুরু করার উদ্যম পাচ্ছেন না? হাজার চেষ্টা করেও মিলছে না সফলতা? এই অবস্থায় হতাশ না হয়ে শরণাপন্ন হতে পারেন গৌর গোপাল দাসের (Gour Gopal Das)। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ অনেকের কাছেই অত্যন্ত পরিচিত একটি নাম গৌর গোপাল দাস।
গৌর গোপাল দাসের (Gour Gopal Das) উত্থান
১৯৭৩ সালের ২৪ শে ডিসেম্বর মহারাষ্ট্রের ভাম্বোরিতে জন্মগ্রহণ করা গৌর গোপাল দাস আদতে ছিলেন একজন ইঞ্জিনিয়ার (Engineer)। কাজ করেছেন বিশ্ব বিখ্যাত HP সংস্থাতেও। তবে হঠাৎ লোভনীয় এই চাকরি ছেড়ে গৌর গোপাল বেছে নেন সন্ন্যাসের জীবন। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে অন্যতম বিখ্যাত ইনফ্লুয়েনসার (Influencer) গৌর গোপাল দাস।
গৌর গোপাল দাসের এই জীবন কাহিনী হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও। বর্তমানে গৌর গোপাল দাসের সুখ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশেও। এই সন্ন্যাসীর সাথে দেখা করতে আসেন বলিউডের বিখ্যাত সেলিব্রিটি থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। যখন গৌর গোপাল দাস লক্ষ টাকার চাকরি ছেড়ে সন্ন্যাসীর জীবন বেছে নিতে চেয়েছিলেন, তখন পরিবারের লোকেরা অবশ্য ছিলেন তাঁর বিপক্ষে।
আরোও পড়ুন : স্বাস্থ্যসাথী নিয়ে কড়াকড়ি! স্বাস্থ্য দফতরকে নবান্ন যা নির্দেশ দিল … জোর শোরগোল!
ছোটবেলা থেকেই আর পাঁচটা বাচ্চার থেকে অনেকটাই আলাদা ছিলেন গৌর গোপাল। গৌর গোপাল দাস নিজেই বলেছেন, আমার বয়সী কিশোররা যখন খেলার মাঠে দাপটের সাথে খেলছে, তখন আমি খোলা আকাশের নিচে বসে ভাবতাম। কেন আমরা এসেছি এই পৃথিবীতে? মানুষের জীবনের লক্ষ্য কী? শুধুই কি অর্থ উপার্জন মানুষের জীবনের লক্ষ্য হতে পারে? এই ধরনের হাজারো চিন্তা পাক খেত আমার মাথায়।
তবে ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন গৌর গোপাল (Gour Gopal Das)। পুনের কুসরো ওয়াদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ও কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করার পর পেয়ে যান মোটা বেতনের চাকরি। আর পাঁচটা মানুষের কাছে এই জীবন অনেকটাই স্বপ্নের মতো।
আরোও পড়ুন : স্বাস্থ্যসাথী নিয়ে কড়াকড়ি! স্বাস্থ্য দফতরকে নবান্ন যা নির্দেশ দিল … জোর শোরগোল!
তবে গৌর গোপাল মানিয়ে নিতে পারছিলেন না চাকরি জীবনে। তিনি চাইতেন অন্য কিছু। সেই ভাবনা থেকেই গৌর গোপাল যুক্ত হন ইসকনের (ISKON) সাথে। সিদ্ধান্ত নেন চাকরি থেকে ইস্তফা দেওয়ার। এরপর শুরু হয় গৌর গোপালের নতুন জীবন। ধর্ম ও প্রাচীন ভারত সম্পর্কে পড়াশোনা শুরু করেন। অত্যন্ত কঠিন কথা খুব সহজভাবে বলার ক্ষমতা রয়েছে গৌর গোপালের।
At times, proving a point may seem necessary.
However, more often, letting go of the need to be right or wrong is what truly strengthens our relationships.#LetGo #Relationships #SelfGrowth #InnerPeace #ConnectionMatters #MindfulLiving #StrengthInSilence #ChooseKindness… pic.twitter.com/kwcUqzNLje
— Gaur Gopal Das (@gaurgopald) November 13, 2024
বৃদ্ধ থেকে কিশোর, সবার মনে গৌর গোপালের বক্তৃতা জায়গা করে নিতে থাকে ম্যাজিকের মতো। শুধু দেশ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গৌর গোপালের কাছে ডাক আসে এখন। ৮ থেকে ৮০, মন্ত্রমুগ্ধের মতো সবাই শোনেন সন্ন্যাসী (Monk) গৌর গোপালের বক্তৃতা। অন্ধকার জীবনে আলোর ছটা এনে বহু মানুষের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছেন এই মানুষটি।