বিয়ের আগেই বিষ্ফোরক গৌরব-শ্রীমা, ব‍্যক্তিগত জীবনের গোপন তথ‍্য ফাঁস করলেন তারকা জুটি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গৌরব রায় চৌধুরী (gourab roy chowdhury) ও শ্রীমা ভট্টাচার্য্য (shreema bhattacherjee), বাংলা (bangla) সিরিয়ালের (serial) দুই জনপ্রিয় তারকা। দুজনেই এখনো পর্যন্ত বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন। একসঙ্গে কোনো কাজ এখনো পর্যন্ত না করা হলেও একে অপরের প্রেমে ইতিমধ‍্যেই হাবুডুবু খাচ্ছেন দুজনে।

গৌরব বা শ্রীমার সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে উঁকি দিলেই চোখে পড়বে দুজনের একসঙ্গে তোলা ছবি। প্রেমটা ইন্ডাস্ট্রির কারোর থেকে লুকিয়ে রাখেননি তাঁরা। সুযোগ পেলেই একান্তে সময় কাটান দুজন বা টুক করে পাড়ি দেন বিদেশ ভ্রমণে।

যেমনটা গিয়েছিলেন গত বছর পুজোর সময়। সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে আসন্ন পুজোর আড্ডায় মেতেছিলেন এই যুগল। সেখানেই এক ব‍্যক্তিগত তথ‍্য ফাঁস করে বসেন গৌরব। তিনি জানান, গত বছর এই সময় তাঁরা থাইল‍্যান্ডে একসঙ্গে সময় কাটাচ্ছিলেন।

https://www.instagram.com/p/B_R7SfigK9h/?igshid=1owlrvyylnm5c

https://www.instagram.com/p/B-Ok73rggYJ/?igshid=rstim73y2b72

হঠাৎ গৌরবের এমন বেফাঁস মন্তব‍্যে প্রথমটা লজ্জায় পড়ে যান শ্রীমা। পরে অবশ‍্য লজ্জা কাটিয়ে এক ব‍্যক্তিগত তথ‍্য ফাঁস করেন তিনিও। অভিনেত্রী জানান, থাইল‍্যান্ডে গিয়ে তাঁরা সেখানকার স্পেশাল ম‍্যাসাজ করিয়েছিলেন। শুধু তাই নয়, হোটেলের কর্মচারীদের সঙ্গে বাংলা, ইংরেজি, হিন্দি মেশানো জগাখিচুড়ি ভাষায় গৌরব কোনোরকমে বুঝিয়ে কাপল ম‍্যাসাজেরও বন্দোবস্ত করেছিলেন।

https://www.instagram.com/p/CB2dKVanlI-/?igshid=jk52p2l8ptw5

থাইল‍্যান্ডে দুজনে একান্তে দারুন সময় কাটিয়েছিলেন। সমুদ্রের পারে ঘোরা, প‍্যারা গ্লাইডিং, চুটিয়ে শপিং সবই করেছিলেন তাঁরা। সেই সব ছবি সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেছিলেন গৌরব ও শ্রীমা। তা বিয়েটা কবে করছেন এই জুটি? উত্তরে তাঁরা জানান, লকডাউনেয জন‍্যই বিয়েটা পিছিয়ে গেল। তবে আগামী বছর বা তার পরের বছরেই বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছা রয়েছে তাঁদের।

X