বিয়ের পর দ্বিতীয় জন্মদিন, দেবলীনার জন‍্য অভিজাত পানশালায় পার্টি, স্ত্রীকে কী উপহার দিলেন গৌরব?

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের দু বছর পূর্ণ হতে চলেছে তাঁদের। যত দিন গড়াচ্ছে, প্রেম ততই ফুলেফেঁপে উঠছে দুজনের মধ‍্যে। তাঁরা অর্থাৎ গৌরব চট্টোপাধ‍্যায় (Gourab Chatterjee) এবং দেবলীনা কুমার (Devlina Kumar)। দুজনেই খুব ব‍্যস্ত মানুষ। শুটিংয়ের চাপ সামলেই একে অপরের সঙ্গে কাটানোর জন‍্য সময় ঠিক খুঁজে নেন তাঁরা। দেবলীনার জন্মদিনেও তার অন‍্যথা হল না।

৬ ডিসেম্বর, মঙ্গলবার ছিল গৌরব ঘরণীর জন্মদিন। বিয়ের পরে এটা দেবলীনার দ্বিতীয় জন্মদিন। ঘত বছর লন্ডনে জন্মদিন পালন করেছিলেন তিনি। এ বছর অবশ‍্য রয়েছেন কলকাতাতেই। তবে গৌরবের ছিল শুটিংয়ের চাপ। তবুও তার মধ‍্যেই স্ত্রীর বিশেষ দিনটা আরো বিশেষ করে তোলেন তিনি।

294555 gourab7
সংবাদ মাধ‍্যমকে গৌরব জানান, সকালে তাঁর শুটিং ছিল ‘গাঁটছড়া’র। তবে দেবলীনার জন‍্য এদিন অর্ধেক দিন ছুটি নিয়েছিলেন তিনি। দুপুরে দেবলীনা আর তাঁর বাবা মা, দেবাশিস কুমার এবং দেবযানী কুমারের সঙ্গে রেস্তোরাঁয় মধ‍্যাহ্নভোজ সেরেছেন গৌরব। রাতে ঘনিষ্ঠ জনদের নিয়ে পার্টির আয়োজন করেছিলেন তিনি।

এ তো গেল উদযাপনের কথা। দেবলীনাকে জন্মদিনে কী উপহার দিলেন গৌরব? অভিনেতা জানান, স্ত্রীর পছন্দ মাথায় রেখে সোনার গয়নাই দেওয়ার কথা ভেবেছেন তিনি। দেবলীনার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন গৌরব। সেই সঙ্গে রাতে শহরের এক অভিজাত পানশালায় জমকালো পার্টির ঝলকও দেখিয়েছেন তিনি।

প্রসঙ্গত, দেবলীনা এবং গৌরব দুজনেই এখন ছোটপর্দায় অভিনয় করছেন, তাও আবার একই চ‍্যানেলে। শুধু সিরিয়ালটা ভিন্ন। গৌরব রয়েছেন ‘গাঁটছড়া’ সিরিয়ালে নায়ক ঋদ্ধির চরিত্রে। অন‍্যদিকে ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে খলনায়িকার ভূমিকায় রয়েছেন দেবলীনা। দুটি সিরিয়ালই টিআরপি তালিকায় প্রথম দশে রয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর