লকডাউনে ঘরবন্দি গৌরব-দেবলীনা, স্ত্রীর কাণ্ড দেখে শেষে টেবিলের তলায় লুকোতে হল ‘মথুর’কে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কয়েকদিন আগেই বাথটবে সাইকেল রাখার ছবি পোস্ট করে ভাইরাল হয়ে গিয়েছিলেন অভিনেতা গৌরব চ‍্যাটার্জি (gourab chatterjee)। স্ত্রী দেবলীনা কুমার (devlina kumar) বাড়িতে না থাকলে এই কাণ্ডই করেন তিনি। তাঁর ছবি দেখে হেসে লুটোপুটি খেয়েছিল নেটজনতা। এবার ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে এই তারকা দম্পতির।

নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি মজার ভিডিও শেয়ার করেছেন দেবলীনা। একটি রিল ভিডিও বানাচ্ছিলেন তিনি। অন‍্যদিকে স্ত্রীর কাণ্ডকারখানা দেখে টেবিলের তলায়ই ঢুকে গেলেন গৌরব। হাসি চাপতে পারেননি দেবলীনাও। রাগ দেখিয়ে তিনি লিখেছেন, একটাও ভিডিও ঠিক করে করতে দেন না গৌরব। এর শোধ তিনি তুলবেনই।


একই রকম আর একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন গৌরব। এবার টেবিলের তলায় না ঢুকলেও দেবলীনার কাণ্ড দেখে মাথায় হাত অভিনেতার। দম্পতির ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন তাঁদের ইন্ডাস্ট্রির সতীর্থরা। গৌরবের অভিব‍্যক্তি দেখে হাসি থামছে না মিমি চক্রবর্তীর। অপরদিকে ভিডিওটা বেশ মিষ্টি বলে মন্তব‍্য করেছেন পরমব্রত চ‍্যাটার্জি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে নিজের বাথরুমের একটি ছবি শেয়ার করেন গৌরব। সেখানে দেখা যাচ্ছে ঝাঁ চকচকে বাথটবে রাখা তাঁর সাইকেল। ছবির সঙ্গে সঙ্গে ক‍্যাপশনটিও বেশ চমকপ্রদ। গৌরব লিখেছেন, ‘যখন আমার স্ত্রী তাঁর বাপের বাড়িতে থাকে’।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

এই সাইকেল নিয়েই প্রতিদিন সকালে কলকাতা চষে বেড়ান গৌরব। সঙ্গে থাকেন তাঁর স্ত্রী দেবলীনা, অভিনেতা অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়, প্রযোজক মহেন্দ্র সোনি সহ গোটা গ‍্যাং। এদিকে দেবলীনা বাড়িতে না থাকলেই সাধের সাইকেলকে নিয়ে এসে বাথটবে তোলেন গৌরব‌।

 

View this post on Instagram

 

A post shared by Gourab Chatterjee (@baruog)

অভিনেতার কীর্তি দেখে হাসি থামছে না তাঁর ‘সাইক্লিং গ‍্যাং’এর। মহেন্দ্র সোনি মজা করে লিখেছেন, ‘বাথটবের সেরা ব‍্যবহার’। স্বামীর পোস্টটি চোখে পড়েছে দেবলীনারও। তবে তিনি কোনো কথা বলেননি। শুধু বিভিন্ন প্রতিক্রিয়ার কয়েকটি ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন গৌরবের কাণ্ড দেখে কী করবেন বুঝে উঠতে পারছেন না তিনি।

X