বাবার মতো দুই বিয়ে উত্তম-পুত্র গৌতমেরও, দুই মাকে নিয়ে একই বাড়িতে থাকেন গৌরব

বাংলাহান্ট ডেস্ক: চট্টোপাধ্যায় পরিবার, আপামর বাঙালির কাছে বরাবরের আগ্রহের, কৌতূহলের বিষয়। কারণ এই পরিবারের প্রাণপুরুষই তো বাঙালির মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar)। অরুণকুমার চট্টোপাধ্যায় থেকে অভিনয় জগতে পা রেখেই বদল করে উত্তম কুমার হন তিনি। মহানায়ক আর নেই, নাতি নাতনিরা অভিনয়ে এলেও দাদুর সঙ্গে তাঁদের তুলনা চলে না। তবে স্বমহিমায় এখনো আভিজাত্য ধরে রেখেছে চট্টোপাধ্যায় পরিবার।

উত্তম কুমারের নাতি, ইন্ডাস্ট্রিতে পা রেখেই এই তকমাটা সেঁটে গিয়েছিল গৌরব চট্টোপাধ্যায়ের (Gourab Chatterjee) গায়ে। নিজের যোগ্যতায় নাম করেছেন ঠিকই, এই উপাধিটা বেশ গর্বের সঙ্গেই গ্রহণ করেছেন তিনি। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু গৌরবের। কাজ করেছেন বড়পর্দাতেও। দাদুর সঙ্গে তুলনা মাঝেমাঝে টানা হলেও গৌরব নিজস্ব ফ্যানবেস তৈরি করে নিয়েছেন প্রথম থেকেই।

gourab devlina

উত্তম কুমার পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের ছেলে গৌরব। জানলে অবাক হবেন মহানায়কের মতো তাঁর ছেলেও দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। গৌতম চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী সুমনা চট্টোপাধ্যায়। তাঁদের বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন উত্তম কুমার। গৌতম এবং সুমনারই সন্তান হলেন গৌরব।

gourab mother

শোনা যায়, পরবর্তীকালে আবারো বিয়ে করেন গৌতম চট্টোপাধ্যায়। গান্ধর্ব মতে বিয়ে করে তিনি ঘরে তোলেন দ্বিতীয় স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়কে। কিন্তু না, কোনো বিতর্ক, কাদা ছোড়াছুড়ি কিন্তু হয়নি দুই সতীনের মধ্যে। বরং একই সঙ্গে একই বাড়িতে থাকেন তাঁরা। দুজনের মধ্যে যথেষ্ট সদ্ভাব। নিজের মা এবং সৎ মা দুজনকে নিয়েই সুখী পরিবার গৌরবের।

gourab chatterjee mother

গৌরব জায়া দেবলীনা কুমারও একেবারেই স্বাভাবিক ভাবে গ্রহণ করেছেন বিষয়টাকে। শাশুড়ি বউমার সম্পর্কটাও যে সুপারহিট তার প্রমাণও রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছিলেন দেবলীনা। সেখানে কমেন্ট করেন মহুয়া চট্টোপাধ্যায়। বউমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। তাঁর কমেন্ট থেকেই স্পষ্ট, মনের মতো বউমা পেয়েছেন দুই শাশুড়ি।


Niranjana Nag

সম্পর্কিত খবর