রাঙা বউ-ই শেষ, সিরিয়াল ছেড়ে দিচ্ছেন গৌরব রায়চৌধুরী!

   

বাংলাহান্ট ডেস্ক: তিনি কখনো ‘পিলু’র আহির, কখনো আবার ‘রাঙা বউ’ এর কুশ। তবে চরিত্র যাই হোক না কেন, প্রত্যেক বারই দর্শকদের মুগ্ধ করেন অভিনেতা গৌরব রায়চৌধুরী (Gourab Roychowdhury)। টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন তিনি। শুধু অভিনয়ের জন্য নয়, হ্যান্ডসাম নায়ক হিসাবেও বেশ নামডাক রয়েছে তাঁর। শান্তশিষ্ট, ভাল মানুষ কুশ চরিত্রটিকে এই কয়েক মাসেই ভালবেসে ফেলেছে দর্শক।

কিন্তু বিগত কয়েক দিন ধরে একটা গুঞ্জন ঘুরপাক খাচ্ছে টেলিপাড়ার অন্দরে। রাঙা বউ-ই নাকি শেষ সিরিয়াল হতে চলেছে গৌরবের। এরপর নাকি আর সিরিয়ালে দেখা যাবে না তাঁকে। রটনা কি সত্যি? প্রশ্ন করা হয়েছিল অভিনেতাকে। সাক্ষাৎকারে পর্দার কুশ বলেন, তেমন কোনো ব্যাপার নেই। তবে নতুন কিছু কাজ তিনি শুরু করতে চলেছেন।

Gourab

এমন নয় যে তিনি কলকাতার বাইরে চলে যাচ্ছেন। তবে অনেক কিছু হতে চলেছে, এটুকু আভাস দিয়ে রেখেছেন গৌরব। তবে কি ছোটপর্দায় আর তাঁকে দেখা যাবে না? খোলসা করে কিছু না বললেও অভিনেতা জানান, আপাতত কিছুই তিনি ভাবেননি। ২০২৪-২৫ সালে কাজের কেমন কী চাপ থাকে সেই বুঝে তিনি সিদ্ধান্ত নেবেন। সঙ্গে গৌরব এও জানিয়েছেন, তিনি বাংলাকে ছেড়ে কোথাও যাবেন না। হয়তো এমন হতে পারে যে তিনি বাংলাকে রিপ্রেজেন্ট করলেন।

আবারো কি বড়পর্দায় দেখা যাবে গৌরবকে? প্রশ্নটা এড়িয়ে গিয়েছেন অভিনেতা। এর আগে অবশ্য তিনি অভিনয় করেছেন সিনেমায়। আর গৌরবের কথা থেকেই স্পষ্ট, আবারো তাঁকে ভাল কোনো প্রোজেক্টে দেখতে চলেছেন দর্শকরা। তবে এখন কিছুদিন অপেক্ষা করতেই হবে।

আপাতত রাঙা বউ সিরিয়ালটি নিয়েই ব্যস্ত গৌরব আর শ্রুতি। ত্রিনয়নী সিরিয়ালের পর আবারো জুটি বেঁধে ফিরেছেন তাঁরা। গৌরব জানান, সিরিয়াল শুরু হওয়ার পরপর রিভিউ দেখে খানিকটা দমে গিয়েছিলেন তিনি। কিন্তু এক মাস পর টিআরপি যেখানে দাঁড়িয়ে রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে দর্শক তাঁদের কাজ দেখছেন। তাই দর্শকদের মনোরঞ্জন করাটাই মূল লক্ষ্য টিম রাঙা বউ এর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর