সৃজিতের ছবিতে ‘জীবন্ত’ মহানায়ক, বিনা পারিশ্রমিকে উত্তম কুমার হলেন কে!

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার অতি পরিচিত মুখ গৌরব রায়চৌধুরী (Gourab Roychowdhury)। একের পর এক সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। নিজের অভিনয় দক্ষতায় ভর করে টেলিভিশনের গণ্ডি পেরিয়ে বড়পর্দা এবং ওয়েব সিরিজেও পা রেখেছেন গৌরব (Gourab Roychowdhury)। কিন্তু এবার তিনি যা কাণ্ড ঘটিয়েছেন তা দেখে কার্যত হতবাক দর্শকরা। সকলের জন্য বড়সড় এক সারপ্রাইজ দিয়েছেন গৌরব (Gourab Roychowdhury)।

উত্তম কুমারের চরিত্রের রহস্য ফাঁস করলেন গৌরব (Gourab Roychowdhury)

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবিটি বেশ সাড়া ফেলেছিল দর্শক মহলে। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনকে জীবন্ত করে তুলেছিলেন তিনি এই ছবিতে। জীবন্ত হয়ে উঠেছিলেন আরো এক কিংবদন্তি চরিত্র। তিনি উত্তম কুমার (Uttam Kumar)। মাত্র ১৫ মিনিটের স্ক্রিন টাইমেই ছবিতে নতুন মাত্রা যোগ করেছিলেন তিনি। কিন্তু পর্দায় কে ছিলেন উত্তম কুমার রূপে? রহস্য ফাঁস করলেন গৌরব (Gourab Roychowdhury)।

আরো পড়ুন : নির্দেশ আসতেই শুরু অ্যাকশন, মুখ্যমন্ত্রীর কথায় এ কী করলেন রচনা!

গৌরবকে দেখে মুগ্ধ দর্শক

সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন গৌরব (Gourab Roychowdhury)। একটি ছবিতে দেখা গিয়েছে, ধুতি পাঞ্জাবি পরে মহানায়ক বেশে ধরা দিয়েছেন অভিনেতা। অপর ছবিতেও জীবন্ত হয়ে উঠেছেন ‘নায়ক রূপী উত্তম কুমার ওরফে গৌরব (Gourab Roychowdhury)। হ্যাঁ পদাতিক ছবিতে তিনিই ধরা দিয়েছেন উত্তম কুমারের চরিত্রে। ছবিতে কেউ ধরতে না পারলেও গৌরবের (Gourab Roychowdhury) পোস্টে উপচে পড়েছে প্রশংসা, বিস্ময়।

আরো পড়ুন : ‘বাঙালি হিসেবে গর্বিত, কলকাতাকে নিয়ে নয়’, শহরের দুরবস্থার কারণ নিয়ে বিষ্ফোরক অভিজিৎ

উত্তম কুমারের ভূমিকায় গৌরব (Gourab Roychowdhury) ছিলেন, এটা জেনে চমকে গিয়েছেন সকলেই। নিজেকে আয়নায় দেখে মুগ্ধ অভিনেতাও। এর জন্য অবশ্য মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডুকেই পুরো কৃতিত্বটা দেন গৌরব (Gourab Roychowdhury)। মাত্র আধ ঘন্টায় তাঁর এই লুক চমকে দিয়েছিল পরিচালককেও।

Gourab Roychowdhury

উত্তম কুমারের ভূমিকায় অভিনয় গৌরবের কাছে স্বপ্নপূরণের মতোই। সংবাদ মাধ্যমকে অভিনেতা বলেন, ছোটবেলায় ঠাকুমার কোলে বসে উত্তম কুমারের ছবি দেখতেন। সেই ভূমিকায় অভিনয়ের সুযোগ আসবে তা কখনো ভাবেননি তিনি। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকেই এই ছবিতে অভিনয় করেছেন গৌরব।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর