শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়

Published On:

ধ্রুব জ্যোতি মহন্ত,মালদা :অতিথি শিক্ষকদের স্থায়ীকরণ এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠল গৌড়বঙ্গ ইউনিভার্সিটি। এদিন দফায় দফায় ইউনিভার্সিটির স্কলার আর স্টুডেন্টদের বিক্ষোভ মিছিল পালিত হয় বিশ্ববিদ্যালয় চপ্তর জুড়ে। মূলত কেন্দ্র সরকার এর কলেজ শিক্ষক নিয়োগ এর নতুন নির্দেশিকা র প্রতিবাদেই এদিনের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় এর ছাত্র কানু মণ্ডল বলেন ” কেন্দ্র সরকার সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে U.G.C নিয়ম অমান্য করে এই অতিথি শিক্ষক দের স্থায়ীকরণ করতে চাইছে।

এছারাও ভাড়াটে শিক্ষক নিয়োগ করে কম পয়সার বিনিমওয়ে চিরতরে স্থায়ী শিক্ষক নিয়োগ বন্ধ করার মাধ্যমে কলেজ সার্ভিস কমিশন কে অন্ধকারের মুখে ঠেলে দিতে চাইছে কেন্দ্র সরকার।””

সম্পর্কিত খবর

X