গ্লাভস ছাড়াই OT-র যন্ত্রপাতি মুছছে ঈশান! টিআরপির জন‍্য ভুল কেন দেখানো হচ্ছে? ট্রোলড ‘গৌরী এলো’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ট্রোল (Troll) ছাড়া সিরিয়াল (Bengali Serial), ভাবাটাও যেন অসম্ভব। বাংলা হোক বা হিন্দি, খুব কমই এমন সিরিয়াল আছে যা কখনো ঠাট্টার পাত্র হয়নি। মূলত যুক্তিহীন গল্প আর বাস্তবের সঙ্গে মিল না পাওয়ার জন‍্যই ট্রোল হয় সিরিয়ালগুলি। এখানে বাথরুম পরিস্কার করার ব্রাশ দিয়ে চিকিৎসক রোগীকে শক দেন। এখানে প্লাস্টিকের ফিনফিনে খড়গ দিয়ে ভিলেনকে বধ করে নায়িকা। সিরিয়ালের জগতে সবই সম্ভব। তালিকায় নতুন সংযোজন গ্লাভস ছাড়া ওটি!

দর্শকদের নিশানায় এবার জি বাংলার সিরিয়াল ‘গৌরী এলো’ (Gouri Elo)। এর আগে এই সিরিয়ালেই মোনালিসার ছবিতে নায়িকাকে মালা পরিয়ে দেবী জ্ঞানে পুজো করতে দেখে ব‍্যাপক ঠাট্টা, মশকরা হয়েছিল। যদিও আসল ব‍্যাপারটা ছিল সম্পূর্ণ অন‍্য।


এখানে ঈশ্বরভক্ত নায়িকা গৌরী গ্রামের মেয়ে হওয়ায় ভিঞ্চির সৃষ্টি মোনালিসার ছবি দেখে কোনো অচেনা দেবী ভেবে বসে। তারপরেই অত পুজোর ঘটা। যদিও দর্শকদের মতো সিরিয়ালের গল্পে অন‍্যরাও সরল গৌরীর কাণ্ড দেখে হেসে লুটোপুটি খেয়েছেন। কিন্তু এবারের কাণ্ডের কী ব‍্যাখ‍্যা সিরিয়াল নির্মাতারা দেন সেটাই জানতে চান দর্শকরা।

আসলে গৌরী এলোর সাম্প্রতিক প্রোমোতে দেখানো হয়েছে, শৈলমা আর ধূর্জটি বাবা ষড়যন্ত্র করে গৌরীকে ঘোষাল বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে। যখন তারা জানতে পারে যে গৌরীর কোনো ঠিকুজি, কুষ্ঠি, জন্মবৃত্তান্ত তার পরিবারের লোকের জানা নেই, তখন গৌরীকে ঘাড়ধাক্কা দেয় শৈলমা।

https://www.facebook.com/100576070036744/posts/pfbid02YvKS59tgGXdxskQnwbbs2ajiVWSqHmbpsWrmJ69a2grMhdFUfGH5ZH6eJvFnREZrl/

 

অন‍্যদিকে স্ত্রীর থেকে অনেক দূরে নায়ক ঈশান তখন OT রেডি করতে ব‍্যস্ত। অপারেশন থিয়েটারের ভেতরে যন্ত্রপাতি পরিস্কার করতে গিয়ে তীক্ষ্ণ কাঁচিতে তার হাত কেটে গলগলিয়ে রক্ত বেরোতে শুরু করে। দর্শকদের আপত্তি এই প্রোমো নিয়েই। এখানে চিকিৎসক ঈশানকে দেখা যাচ্ছে, খালি হাতেই একটি তুলো দিয়ে চিকিৎসার যন্ত্রপাতি পরিস্কার করতে। অথচ অপারেশন থিয়েটারের ভেতরে গ্লাভস ছাড়া ঢোকার অনুমতিই নেই।


উপরন্তু আরেকজন দর্শক আরো একটি ব‍্যাপার লক্ষ‍্য করেছেন, শার্টের উপরেই OT র পোশাক পরে নিয়েছে ঈশান। এ কেমন চিকিৎসক? গল্পের প্রয়োজনে এমন ভুল দেখানো আদৌ কি উচিত? উঠছে প্রশ্ন। যদিও এটি প্রোমোতেই দেখানো হয়েছে এখনো পর্যন্ত। সিরিয়ালের এই দৃশ‍্যে কী দেখানো হয় তার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

সম্পর্কিত খবর

X