পর্দায় ভয় পেলেও বাস্তবে গৌরীর শাসনেই জব্দ! ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে ত্রিশূল নিয়েই নাচলেন শৈল মা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One) এর সানডে স্পেশ‍্যাল পর্ব মানেই কোনো না কোনো চমক। হয় জুটি বেঁধে প্রতিযোগীরা আসে বিশেষ পর্বে খেলতে, নয়তো বিনোদন জগতের তারকাদের দেখা যায় প্রতিযোগী রূপে। মাঝে মাঝে কোনো না কোনো সিরিয়ালের পরিবারের সদস‍্যরাও আসেন রচনা বন্দ‍্যোপাধ‍্যায়ের মঞ্চে খেলতে। আগামীকাল রবিবার যেমন খেলতে আসছে ‘গৌরী এলো’ (Gouri Elo) পরিবারের সদস‍্যরা।

জি বাংলা তথা গোটা বাংলার এই মুহূর্তের টপার সিরিয়াল ‘গৌরী এলো’। প্রথম থেকেই ভাল টিআরপি তুললেও বিগত কয়েক সপ্তাহ ধরে ছক্কা হাঁকাচ্ছে এই সিরিয়াল। গৌরী ঈশানের জুটি সুপারহিট। এমনকি মিঠাই, লক্ষ্মী কাকিমা সুপারস্টার এর মতো বাঘা বাঘা সিরিয়ালও কুপোকাত গৌরীর কাছে।


কিন্তু এখনো পর্যন্ত দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখা যায়নি গৌরী এলো পরিবারকে। অবশেষে আগামীকাল সানডে স্পেশ‍্যাল পর্বে ঘোষাল পরিবারের সদস‍্যদের নিয়ে দিদি নাম্বার ওয়ানে আসছে গৌরী। সঙ্গে প্রতিযোগী হিসাবে আসছে ছোট কাকিমণি, মুক্তা এবং শৈল মাও। এছাড়াও প্রতিযোগীদের মনোবল বাড়াতে উপস্থিত থাকবে ঈশান এবং ছোট্ট চিকুও।


ইতিমধ‍্যেই আগামী পর্বের একটি প্রোমো প্রকাশ‍্যে এসেছে। সেটা দেখেই বোঝা গিয়েছে, গৌরী এলো পরিবার একেবারে জমিয়ে দিতে চলেছে রবিবারেল পর্ব। নাচের তালে মঞ্চ মাতাতে চলেছেন সকলেই। এমনকি যে শৈল মা সর্বক্ষণ গম্ভীর আর রেগে থাকেন পর্দায়, সেই শৈল মা ওরফে চান্দ্রেয়ীরও মজার রূপ দেখা যাবে এদিন।


প্রোমোতে চান্দ্রেয়ীকে বলতে শোনা যায়, অনস্ক্রিনে সবাই যতই শৈল মাকে ভয় পাক না কেন, গৌরী ওরফে মোহনা নাকি অফস্ক্রিনে রীতিমতো শাসন করেন তাঁকে। অন‍্যদিক দিয়ে ঈশান ওরফে বিশ্বরূপও একটি সিক্রেট ফাঁস করে দিয়েছেন মোহনার‍। মজা করে তিনি বলেন, মোহনাকে নাকি জাহাজ দিলে তিনি সেটাও খেয়ে ফেলবেন!


গত পর্বে দিদি নাম্বার ওয়ান সানডে স্পেশ‍্যাল পর্বে এসেছিল ‘মিঠাই’ পরিবার। একদিনেই টিআরপি শীর্ষে তুলে দিয়েছিল রচনার শোকে। দর্শকরা খুবই পছন্দ করেছিল পর্বটি। এবার গৌরী এলো টিম কত টিআরপি তুলতে পারে সেটাই দেখার।

X