পাঁচ বছরের চুক্তি, আদানির হাতে এবার কলকাতা বন্দরের দায়িত্ব

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কপাল খুলছে গৌতম আমদানির (Goutam Adani)। ৭ জুন পর্যন্ত আদানি পোর্টের শেয়ার মাসে ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। এরই মধ্যে খবর, কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে কন্টেইনার সুবিধার অপারেশন এবং মেইনটেনেন্সের (O&M) জন্য ইন্টেন্টের চিঠি পেয়েছে আদানি স্পোর্টস। নিলামের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য কন্টেইনার সুবিধার অপারেশন এবং মেইনটেনেন্সের বরাত পেয়েছে বলে জানা গিয়েছে।

স্টক এক্সচেঞ্জগুলিকে দেওয়া তথ্যে জানানো হয়েছে যে, বন্দরগুলিতে নতুন দেওয়া O&M চুক্তির আওতায় গ্রহণযোগ্যতার চিঠি পাওয়ার ৭ মাসের মধ্যে কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম স্থাপন করতে হবে আদানি গোষ্ঠীকে।সকালে বিএসইতে ১৩৫৯.৯৫ টাকায় লাভের সঙ্গে খোলা হয়েছে আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোনের শেয়ার। 

আরোও পড়ুন : মাত্র ১০০০ টাকা দিলে প্রতি মাসে ১ লক্ষ টাকার পেনশন! না জানলে বিরাট লস

তারপর তা আগের ক্লোজিং প্রাইস থেকে লাফিয়ে ১৩৮৪.৯০ টাকায় বা ২.৩৭ শতাংশে পৌঁছেছে। লেনদেন শেষে ওই শেয়ার প্রায় ২ শতাংশ বৃদ্ধি করে ১৩৭৮.৮৫ টাকায় ধার্য করা হয়। স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ ১,৬০৭.৯৫ টাকা এবং সর্বনিম্ন ৭০২.৮৫ টাকায় এসে দাঁড়িয়েছে। ২০১৪ সালের মার্চের শেষ দিকে আদানি গোষ্ঠীর বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবর্তকদের ৬৫.৮৯ শতাংশ ছিল।

আরোও পড়ুন : হেরেও সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে ‘সাংসদ’ তকমা! BJP-র এই ৫ প্রার্থীর কাণ্ডে শোরগোল

এছাড়াও , পাবলিক শেয়ারহোল্ডারদের ৩৪.১১ শতাংশ শেয়ার ছিল। কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় ৩ লক্ষ কোটি টাকা। জানুয়ারী-মার্চ ২০২৪ ত্রৈমাসিকে আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের মুনাফা ৭৬.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০১৪.৭৭ কোটিতে। আগের অর্থবর্ষে এই কোম্পানি একই সময়ে ১১৩৯.০৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছিল।

মার্চ ২০২৪ ত্রৈমাসিকে আদানি পোর্টের একত্রিত ভাবে মোট আয় হয়েছে  ৭,১৯৯.৯৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের ৬,১৭৮.৩৫ কোটি টাকা থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ত্রৈমাসিকে মোট ব্যয় বেড়েছে ৪,৪৫০.৫২ কোটি টাকা, যা কিনা এক বছর আগের একই ত্রৈমাসিকে ৩,৯৯৫ কোটি টাকা ছিল।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X