‘অবিলম্বে রাজভবনে দেখা করুন’, মুখ্যমন্ত্রীকে তলব রাজ্যপালের

বাংলাহান্ট ডেস্ক : রামপুরহাট গণহত্যা কাণ্ড সহ একাধিক ইস্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি। প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও। এরই মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে জরুরি তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। ট্যুইট করেই একথা জানান তিনি। এই সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রীকে আসতে হবে রাজভবনে এমনটাই বলা হয়েছে সেই ট্যুইটে।

রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলতে চান রাজ্যপাল এমনটাই খবর সূত্র মারফত। এর আগেও বহুবার অবশ্য রাজ্যপাল কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। কিন্তু এবার রামপুরহাট গণহত্যা কাণ্ড, সিবিআই তদন্ত, তদন্ত প্রক্রিয়া, রিপোর্ট সবকিছু নিয়েই কথা বলবেন তিনি। একই সঙ্গে, রামপুরহাট ইস্যুতে হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মন্তব্যেও উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্যপালকে।

 

মুখ্যমন্ত্রীকে এহেন জরুরি তলবে সোচ্চার হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘রামপুরহাটে কী হয়েছে তা না জেনেই রাজনীতি করতে শুরু করে দিল। রাজ্যপাল পঙ্গপাল। তিনি ট্যুইট করে সমালোচনা শুরু করে দিলেন। রাজ্যপালকে বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, রামপুরহাট গণহত্যা কাণ্ড প্রসঙ্গে আগেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যপালের কাছে নালিশ ঠুকেছিলেন বিজেপি বিধায়কেররা। বলা হয়েছিল রাজ্যে ৩৫৫ এবং ৩৫৬ ধারা লাগু করার কথাও। সেই সময় পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথাই জানিয়েছিলেন রাজ্যপাল। তারপর এবার তিনি রাজভবনে জরুরি তলব করলেন মুখ্যমন্ত্রীকে। ঘটনা ঘিরে কার্যতই আরও একবার সরগরম রাজ্য রাজনীতি।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর