বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় প্রতিদিন একের পর এক নতুন তথ্য উঠে আসার মাধ্যমে ক্রমশ দেওয়ালে পিঠ ঠেকে চলেছে সরকারের। এর মাঝেই এবার ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়লো তারা। এদিন গ্রুপ ডি নিয়োগ পদ্ধতিতে বড়সড় বদল আনার সিদ্ধান্ত নিল রাজ্য।
সূত্রের খবর, এবার থেকে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত সকল পদ্ধতি সামলাবে স্টাফ সিলেকশন কমিশন। উল্লেখ্য, 2015 সালে রাজ্যের তরফ থেকে ‘গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড'(group d recruitment board) তৈরি করা হয়, যার প্রধান দায়িত্ব ছিল রাজ্যে বিভিন্ন দফতরে গ্রুপ ডি পদের নিয়োগ সামলানো। তবে এদিন এই বোর্ডের সমাপ্তি ঘটানো হলো।
এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে স্টাফ সিলেকশন কমিশনের হাতে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। উল্লেখ্য, 2017 সালে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়, যেখানে 25 লক্ষ আবেদন জমা পড়ার পর নিয়োগ করা হয় 5500 জনকে(মোট নিয়োগ পদের সংখ্যা ছিলো 6000)। তবে সূত্রের খবর, বিগত বেশ কয়েক বছরে বোর্ডের দ্বারা নিয়োগ প্রক্রিয়ার গতি ছিলো যথেষ্ট মন্থর। এমনকি, বর্তমানে বোর্ডের কোন চেয়ারম্যান পর্যন্ত নেই। তাই এদিন মন্ত্রিসভার বৈঠকে স্টাফ সিলেকশন কমিশনকেই নতুন দায়িত্ব দেওয়া হল বলে খবর।
আগামী দিনে গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় নতুন চেয়ারম্যান ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। তবে এটি রাজ্যের বিভিন্ন দফতরের অধীনে থাকা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া হলেও এর সাথে স্কুল কিংবা কলেজের কোন রকম সম্পর্ক নেই বলেই জানিয়েছে সরকার।