‘G20 বৈঠকে ৪১০০ কোটি টাকা খরচ!’ তৃণমূল নেতার দাবির পর হিসেব দিল কেন্দ্র

বাংলা হান্ট ডেস্ক: ভারতে জি-২০ বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় ৩০টি দেশের জনপ্রতিনিধিরা ভারতে এই বৈঠকে যোগ দিতে আসেন। সেই কারণে দিল্লিতে গত শনি এবং রবিবার ছিল সাজো সাজো রব। সেই বৈঠকে ভারতের উন্নয়নে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু সেই জি-২০ সম্মেলন নিয়েও বিতর্ক শুরু হয়ে গেল। এই সম্মেলনের জন্য বরাদ্দকৃত অর্থের নাকি ৩০০ শতাংশ বেশি খরচ করেছে কেন্দ্র, এমনটাই অভিযোগ তুলছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি দাবি করেন।

সেখানে তিনি লেখেন, ‘অবিশ্বাস্য! জি-২০ বৈঠকে বাজেটের যে পরিমাণ বরাদ্দ করা হয়েছিল, তার চেয়ে ৩০০ শতাংশ বেশি খরচ করেছে মোদী সরকার। প্রশ্ন, এই সম্মেলনের জন্য কত বরাদ্দ হয়েছিল? উত্তর, ৯৯০ কোটি টাকা। প্রশ্ন, মোদী সরকার কত খরচ করেছে? উত্তর, ৪১০০ কোটির বেশি। যা বাজেটের তুলনায় ৩০০ শতাংশ বা ৩১১০ কোটি টাকা বেশি। এই অতিরিক্ত টাকা কেন বিজেপি দেবে না? ২০২৪ সালের ভোটে নিজের বিজ্ঞাপনের জন্য এত টাকা খরচ করেছেন প্রধানমন্ত্রী।’

যদিও এই অভিযোগ নস্যাৎ করেছে কেন্দ্র। সরকারের ফ্যাক্ট চেকিং টিম এই অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছে। বলা হয়েছে, যে পরিমাণের কথা বলা হয়েছে, সেই অর্থ কেবল জি-২০ সম্মেলনের জন্য ব্যয় করা হয়নি। দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নের জন্য বিনিয়োগ করা হয়েছে।

এদিকে এই নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেসও। লোকসভা ভোটের আগে মোদীর নিজের বিজ্ঞাপন করাতে অতিরিক্ত পোস্টার লাগিয়ে অর্থ ব্যয় করা হয়েছে বলে দাবি হাত শিবিরের। কংগ্রেসের আরও দাবি, দরিদ্রতা ঢেকে প্রধানমন্ত্রী অতিথিদের জন্য রূপো ও সোনার খাবারের পাত্র সহ বিভিন্ন রকমের আয়োজন করেছেন।

Monojit

সম্পর্কিত খবর