বাংলা হান্ট ডেস্কঃ আন্তর্জাতিক সীমান্তে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ড্রোন ষড়যন্ত্র বিফল করার জন্য সেনার হাতে বিশেষ অধিকার দেওয়া হল। পাকিস্তান ছোট ড্রোনের মাধ্যমে ভারতে হাতিয়ার আর ড্রাগস পাঠানোর চেষ্টা চালাচ্ছে। আর সেই জন্য ভারতীয় সেনাকে ১০০০ ফুট অথবা তাঁর থেকে নীচে থাকা ড্রোন গুলোকে মারার ছাড় দেওয়া হল।
কেন্দ্র সরকারের সুত্র অনুযায়ী, ‘আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন সুরক্ষা এজেন্সিকে সীমান্তে ড্রোন দেখা মাত্রই ধ্বংস করার পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। এই পাওয়ার অনুযায়ী, এক হাজার ফুট অথবা তাঁর নীচে ওড়া ড্রোন গুলোকে মারার জন্য সেনাকে আর কোন কৈফিয়ত দিতে হবেনা। যদিও এক হাজার ফুটের উপরে ওড়া ড্রোন গুলোর বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়ার আগে অনুমতি নিতে হবে।
সম্প্রতি কয়েকদিন ধরে সেনা পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে কয়েকটি ছোট ড্রোন উড়তে দেখেছে। চীনে তৈরি এই ড্রোনের ব্যাবহার অ্যাসাল্ট রাইফেল আর ড্রাগস পৌঁছানর কাজে ব্যাবহার করছে পাকিস্তান। গত সোমবার ফিরোজপুরের হুসেনিবালায় বর্ডার পোস্টে বিএসএফ এর জওয়ানেরা একটি ড্রোন দেখেছিল। ওই ড্রোনটি পাকিস্তান সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফ এই খবর পাঞ্জাব পুলিশকে দেয়, এরপর সার্চ অপারেশন চালানো হয়। স্থানীয় পুলিশ এখনো পর্যন্ত ওই ঘটনার তদন্ত করছে।