বাংলা হান্ট ডেস্ক: বিরোধীদের দাবি যে পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগ হচ্ছেনা, বেড়ে যাচ্ছে বেকারত্ব। নিয়োগের ক্ষেত্রে কাজ করছে দুর্নীতি।বিরোধীদের এই দাবির উত্তরে একাধিকবার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷তার মতে তৃণমূল সরকারের রাজত্বে রাজ্যে অন্তত এক কোটির ওপর কর্মসংস্থান হয়েছে৷ দেশে যখন বেকারত্ব বাড়ছে তখন রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমিয়ে আনা গিয়েছে৷ কিন্তু এইসব এও কমেনি বিরোধীদের কণ্ঠ।তাদের জবাব দিতে এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব রাখতে মাথায়একধাক্কায় ৩৩ হাজার ৬৮৭ শূন্য পদে কর্মী নিয়োগের পথে হাঁটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।সূত্র থেকে জানা যাচ্ছে,রাজ্যের বিভিন্ন দপ্তরে এই পদে কর্মী নিয়োগ করা হবে৷ গ্রুপ এ, বি, সি ও ডি গ্রুপের ওই শূন্যপদে নিয়োগ হবে৷ অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, নিয়োগ হবে জরুরি ভিত্তিতে৷ স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে৷ তবে, কোন দপ্তরে কত কর্মী নিয়োগ হবে সে বিষয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য না জানানো হলেও না হলেও গ্রুপ অনুযায়ী শূন্য পদের সংখ্যা ইতিমধ্যেই জানানো হয়েছে নবন্নর তরফ থেকে।
দেখে নাওয়া যাক সেইসব শূন্যপদের তালিকা
নবান্ন প্রকাশিত তালিকায় জানা যাচ্ছে,
১.গ্রুপ এ ক্যাটাগরিতে মোট শূন্যপদ ৪০৫৭টি৷ সাধারণ প্রার্থীদের জন্য শূন্যপদের সংখ্যান ২২৩১টি আসন, তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত ৮৯৩টি আসন, তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ২৪৩টি আসন, ওবিসি-এ প্রার্থীদের জন্য সংরক্ষিত ৪০৬টি আসন, ওবিসি-বি প্রার্থীদের জন্য সংরক্ষিত ২৮৪টি আসন ও দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন ১৬২টি৷
১. গ্রুপ-বি ক্যাটাগরিতে মোট শূন্যপদ রয়েছে ৯১২৭টি আসন৷ সাধারণ প্রার্থীদের জন্য শূন্যপদের সংখ্যান ৫০১৯টি আসন, তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত ২০০৮টি আসন, তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৫৪৮টি আসন, ওবিসি-এ প্রার্থীদের জন্য সংরক্ষিত ৯১৩টি আসন, ওবিসি-বি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৬৩৯টি আসন৷ ও দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন ৩৬৫টি৷
৩.গ্রুপ-সি ক্যাটাগরিতে মোট শূন্যপদ রয়েছে ১৩৭২৩টি আসন৷ সাধারণ প্রার্থীদের জন্য শূন্যপদের সংখ্যান ৭৫৪৮টি আসন, তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত ৩০১৯টি আসন, তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৮২৩টি আসন, ওবিসি-এ প্রার্থীদের জন্য সংরক্ষিত ১৩৭২টি আসন, ওবিসি-বি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৯৬১টি আসন ও দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন ৫৪৯টি৷
২.গ্রুপ-ডি ক্যাটাগরিতে মোট শূন্যপদ রয়েছে ৬৭৮০টি আসন৷ সাধারণ প্রার্থীদের জন্য শূন্যপদের সংখ্যান ৩৭২৯টি আসন, তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত ১৪৯১টি আসন, তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৪০৭টি আসন, ওবিসি-এ প্রার্থীদের জন্য সংরক্ষিত ৬৭৮টি আসন, ওবিসি-বি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৪৭৫টি আসন ও দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন ২৭১টি৷