বিনিয়োগকারীদের খুলল কপাল! ফিক্সড ডিপোজিট নিয়ে বড় ঘোষণা সরকারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের অধিকাংশ সাধারণ মানুষের বিনিয়োগের মাধ্যম ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করলে সুরক্ষার পাশাপাশি মেলে মোটা সুদ। নির্দিষ্ট সময়ের জন্য করা ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপর বার্ষিক হারে সুদ প্রদান করে থাকে আর্থিক সংস্থাগুলি।

ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) নিয়ে বড় খবর

তবে এবার বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর শোনাল সরকার। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ব্যাঙ্ক ছাড়াও ফিক্সড ডিপোজিট করা যায় পোস্ট অফিস ও অন্যান্য আর্থিক সংস্থায়। ফিক্সড ডিপোজিটের সময়সীমা অনুযায়ী সুদের হার হয়ে থাকে ভিন্ন। ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর থেকে ৫-১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের সময়সীমা বেছে নিতে পারেন গ্রাহকরা।

আরোও পড়ুন : বেআইনি পার্কিং করলেই খবর! সঙ্গে সঙ্গে চলে যাবে ছবি, নতুন APP আনছে KMC

আবার মাঝে মধ্যে বিভিন্ন ব্যাঙ্ক বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম আনে গ্রাহকদের জন্য। আবার সাধারণ নাগরিকদের চেয়ে ফিক্সড ডিপোজিটের উপর অতিরিক্ত সুদ পেয়ে থাকেন প্রবীণ নাগরিকরা। সাধারণত ০.৫০% পর্যন্ত অতিরিক্ত সুদ প্রদান করা হয়ে থাকে প্রবীণ নাগরিকদের। এবার সব ধরনের ফিক্সড ডিপোজিট বিনিয়োগকারীদের জন্য বড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার।

আরোও পড়ুন : “মোদী ৩.০”-তেই রাজধানীতে পালাবদল! দিল্লি জয় করে আপ্লুত নমো, দিলেন বিশেষ “গ্যারান্টি”

জানা যাচ্ছে, এবার থেকে ৫০০০০ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের উপর দিতে হবে না টিডিএস। এতদিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটের থেকে পাওয়া ৪০ হাজার টাকা পর্যন্ত সুদের উপর টিডিএস কাটত ব্যাংক। তবে সেই সীমা ১০ হাজার টাকা বৃদ্ধি করে ৫০০০০ টাকা পর্যন্ত করা হয়েছে।

Government announcement for Fixed Deposit

ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের আয় থেকে প্রাপ্ত ৫০ হাজার টাকা পর্যন্ত টিডিএস না কাটার নির্দেশিকা ইতিমধ্যেই ব্যাঙ্কগুলিকে পাঠিয়ে দিয়েছে সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, আজও সাধারণ মানুষ অর্থ সঞ্চয়ের জন্য বিভিন্ন বিনিয়োগ মাধ্যমের মধ্যে সবথেকে বেশি ভরসা রাখেন ফিক্সড ডিপোজিটেই।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X