বাংলা হান্ট ডেস্কঃ সোমবার কেন্দ্র সরকার সমস্ত রকম পিঁয়াজের (Onion) রপ্তানিতে তৎকাল প্রভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার প্রধান কারণ হল, দেশের বাজারে প্রতিনিয়ত পিঁয়াজের দাম বৃদ্ধি পাওয়া থেকে লাগাম লাগাতে। বৈদেশিক বাণিজ্য অধিদফতরের তরফ থেকে জারি একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘সমস্ত রকম পিঁয়াজের রপ্তানিতে তৎকাল নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।”
জানিয়ে দিই, দক্ষিণ ভারতের রাজ্য গুলোতে ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে এবছরের পিঁয়াজের ফসল বিপুল হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর কারণে ভারতীয় বাজারে পিঁয়াজের দাম বেড়ে গিয়েছে। গত মাসের আট তারিখের পর থেকেই একটু একটু করে পিঁয়াজের দাম বেড়ে গিয়েছে।
ভারত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে প্রায় ১৯.৮ কোটি ডলারের পিঁয়াজ রপ্তানি করেছে। গত বছরে ৪৪ কোটি ডলারের পিঁয়াজ রপ্তানি করা হয়েছিল। ভারত থেকে সবথেকে বেশি পিঁয়াজ রপ্তানি হয় শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া আর সংযুক্ত আরব আমিরশাহিতে।