একসময় পড়াতেন খোদ মমতা, এবার সেই স্কুলই বাংলা মিডিয়াম থেকে বদলে যাচ্ছে ইংরেজি মাধ্যমে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একপ্রকার বিনামূল্যে শিক্ষকতা করাতেন ভবানীপুরের এই বিদ্যালয়ে। সম্প্রতি শীতলা মায়ের মন্দিরে পুজো উদ্বোধন করতে এসে তিনি সেই স্মৃতিচারণাও করেন আর এবার সেই বিদ্যালয়টিকে একেবারে নতুন রূপ দিয়ে ইংরেজি মিডিয়াম করতে চলেছে সরকার।

উল্লেখ্য, অতীতে একটি ভাড়া বাড়ি থেকে চলত ভবানীপুরের এই মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল এবং সেখানেই ছোট ছেলেমেয়েদের পড়াশোনা করাতেন মুখ্যমন্ত্রী। তবে সম্প্রতি স্কুলটি ভেঙে ঠিকাদারের হাতে তুলে দিতে চলেছিলেন বাড়িটির মালিক আর এই ঘটনা সামনে আসতেই এলাকাবাসী সহ সেখানকার তৃণমূল নেতা এবং স্থানীয় কাউন্সিলর মিলে সরকারের নজরে আনেন সেটি।

এক্ষেত্রে তৃণমূল নেতা বাবলু সিংহ এবং তাঁর স্ত্রী তথা স্থানীয় কাউন্সিলর পাপিয়া দেবী মিলে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে তাদের অভিযোগ জানান। তাদের তরফ থেকে স্কুল বন্ধ না করার আর্জি জানানো হয় আর এরপরই সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে এই বিদ্যালয়টিকে ইংরেজি মাধ্যমে বদলে ফেলা হবে বলে জানা গিয়েছে।

রাজ্য শিক্ষা দফতর জানিয়েছে যে, স্কুলটিকে এক নতুন চেহারা দেওয়ার মাধ্যমে ইংরেজি মিডিয়ামে ছোট ছেলেমেয়েদের পড়াশোনা করানো হবে। এই প্রসঙ্গে এলাকাবাসী সহ স্বভাবতই খুশি তৃণমূল নেতা বাবলু সিংহ। তিনি বলেন, “আমাদের এই এলাকায় অনেক গরিব মানুষ বসবাস করেন। সেখানে তাদের ছেলেমেয়েদের ইংরেজি মিডিয়ামে পড়ানো একপ্রকার মুশকিল হয়ে দাঁড়ায়। ফলে এই বিদ্যালয়টি যদি ইংরেজি মিডিয়াম হিসেবে গড়ে তোলা হয়, তাহলে বিনামূল্যে অনেক ছেলেমেয়েরাই পড়তে আসতে পারবে।”

সম্পর্কিত খবর

X