Big Breaking- করোনার নজরদারিতে আবারও কলকাতায় আসছে কেন্দ্রের বিশেষ টিম

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ করোনার নজরদারিতে কলকাতায় (Kolkata) আসছে কেন্দ্রের বিশেষ টিম। উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। রবিবার বিকেল পর্যন্ত দেশে করোনা ভাইরাসের মোট ৪১ হাজার ৯৯৭ মামলা নথিভুক্ত হয়েছে। মোট মামলার মধ্যে ২৮ হাজার ৯৯৭ টি মামলা সক্রিয়। এদের মধ্যে ১১ হাজার ৬০৫ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এই মারক ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৯১ জন।আর এরজন্য সরকার এই মহামারীকে রুখতে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আর এই কারণে কেন্দ্র সরকার রবিবার ২০ টি বিশেষ টিমের গঠন করেছে। এই টিম করোনা ভাইরাসের সংক্রমণে প্রভাবিত ২০ টি জেলার সফর করবে। দেশে মোট করোনা ভাইরাসের সংক্রমণের মামলা এই ২০ টি জেলা থেকেই ৫৬ শতাংশ। কেন্দ্র সরকারের তরফ থেকে গঠিত ২০ টিম রাজ্যের সাথে প্রভাবিত জেলার কন্টনমেন্ট জোন কতগুল আছে নির্ধারিত করবে আর রাজ্যের সাথে সংযুক্ত ভাবে কাজ করবে।

দেশের সর্বাধিক প্রভাবিত ২০ টি জেলা

1) মুম্বাই ( মহারাষ্ট্র )
2) আহমেদাবাদ (গুজরাট)
3) দিল্লি ( দক্ষিণ-পূর্ব)

4) ইন্দোর (মধ্যপ্রদেশ)
5) পুনে ( মহারাষ্ট্র )
6) জয়পুর ( রাজস্থান )
7) থানে ( মহারাষ্ট্র)
8) সুরাট (গুজরাট)
9) চেন্নাই (তামিলনাড়ু )
10) হায়দরাবাদ ( তেলেঙ্গানা)
11) ভোপাল ( মধ্য প্রদেশ)
12) যোধপুর (রাজস্থান )
13) দিল্লি (মধ্য)
14) আগ্রা ( উত্তর প্রদেশ)
15) কলকাতা (পশ্চিমবঙ্গ )
16) কুর্ণুল (অন্ধ্রপ্রদেশ )
17)বডোদরা (গুজরাট )
18) গুন্টুর (অন্ধ্রপ্রদেশ )
19)কৃষ্ণা ( অন্ধ্রপ্রদেশ )
20)লখনৌ (উত্তর প্রদেশ)

 

আপনাদের জানিয়ে দিই, করোনার মোট মামলা ৪০ হাজার পার করেছে। বিগত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৮৭ জনের মধ্যে নতুন করে এই ভাইরাস পাওয়া গেছে। এরপর করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৯৯৭ হয়েছে। এবং একদিনে সর্বাধিক ৮৩ জনের মৃত্যুর পর করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৯১ হয়ে গেছে। গোটা দেশে এখন ২৮ হাজার ৯৯৭ টি করোনার মামলা সক্রিয়। এখনো পর্যন্ত ১১ হাজার ৬০৫ জন এই মারক ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সংক্রমণের মোট মামলা ১১১ জন বিদেশী নাগরিকও আছে।

রবিবার মুম্বাই থেকে ৬৭৮ টি নতুন মামলা সামনে এসেছে। এছাড়াও ২১ জনের মৃত্যু হয়ছে। মুম্বাইয়ে করোনার মোট ১২ হাজার ৯৭৪ টি মামলা পাওয়া গেছে। এগুলোর মধ্যে সক্রিয় ১০ হাজার ৩৩১ টি। এবং মোট ৫৪৩ জনের মৃত্যু হয়েছে এই মারক ভাইরাসে।

সম্পর্কিত খবর

X