বাংলা হান্ট ডেস্কঃ স্বরাষ্ট্র মন্ত্রালয় (Ministry of Home Affairs) মঙ্গলবার জানায় যে, ৮০ কোটি মানুষকে সরকার তিন মাসের জন্য বিনামূল্যে রেশন দেবে। স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সংযুক্ত সচিব পিএস শ্রীবাস্তব বলেন, গরিবদের পাঁচ কেজি ফ্রি রেশন দেওয়া হবে। ২৪ ঘণ্টা রেশনের সরবরাহের দিকে নজর রাখা হবে। শ্রমিকদের সমস্যা আর তাঁদের সাহায্যের জন্য অভিযোগ কেন্দ্র বানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রালয় মঙ্গলবার জানায়, দেশে করোনার বিরুদ্ধে মোকাবিলার জন্য এখনো পর্যন্ত ৬০২ টি করোনা ডেডিকেটেড হাসপাতাল বানানো হয়েছে। ওই হাসপাতাল গুলোতে ১,০৬,৭১৯ টি আইসোলেশন ওয়ার্ড আর ১০ হাজার ২৪ টি আইসিউ বেড বানানো হয়েছে।
We y'day mentioned that we have kits that could last for 6 weeks. We have received another installment for RT-PCR kits which are far more sufficient in numbers, which would essentially mean that we would be able to cover ourselves for a long period of time: R Gangakhedkar, (ICMR) pic.twitter.com/n3mmn6om50
— ANI (@ANI) April 14, 2020
স্বাস্থ মন্ত্রালয়ের সংযুক্ত সচিব লব আগরবাল (Lav Agarwal) মঙ্গলবার নিয়িমিত সংবাদ সন্মেলনে বলেন, গতকাল ৩১ হাজার ৬৩৫ টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ২৪ ঘণ্টায় করোনার ১২১১ টি মামলা সামনে এসেছে। আর ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। গোটা ভারতে মোট আক্রান্তদের সংখ্যা ১০ হাজার ৩৬৩ হয়েছে। এবং ১ হাজার ৩৬ জন রোগী ঠিক হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ মন্ত্রালয় জানিয়েছে যে, যদি কোন এলাকায় ২৮ দিন পর্যন্ত নতুন করে কোভিড-১৯ এর নতুন মামলা সামনে না আসে, তাহলে বলতে পারব যে, এই সংক্রমণের চেন ভাঙতে পেরেছি আমরা। গরিব কল্যাণ যোজনা অনুযায়ী, ৫ কোটি ২৯ লক্ষ মানুষকে বিনামূল্যে রেশন আর খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। ১৩ এপ্রিল পর্যন্ত ৩২ কোটির থেকে বেশি গরিব মানুষের অ্যাকাউন্টে ২৯,৩৫২ কোটি টাকা পাঠানো হয়েছে।
Additionally, we are ordering close to about 33 Lakh kits for RT-PCR (Reverse Transcription-Polymerase Chain Reaction) & 37 Lakh rapid kits are expected to come at any point in time: R Gangakhedkar, Indian Council of Medical Research (ICMR) https://t.co/qsnV4T5GAH
— ANI (@ANI) April 14, 2020
স্বাস্থ মন্ত্রালয়, স্বরাষ্ট্র মন্ত্রালয় আর ICMR এর নিয়মিত প্রেস কনফারেন্সে ICMR জানায়, আমরা কাল জানিয়েছিলাম যে, আমাদের কাছে যা কিট আছে সেটি ছয় সপ্তাহ চলবে। এর সাথে সাথে আমরা আরটি-পিসিআর কিটের একটি নতুন খেপ পেয়ে গেছি। এখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কিট আছে। ICMR জানায়, RT-PCR এর প্রায় ৩৩ লক্ষ কিট অর্ডার করা হচ্ছে। ৩৭ লক্ষ র্যাপিড কিট যেকোন সময়ে আমাদের হাতে আসতে পারে। এছাড়াও এখনো পর্যন্ত ২ লক্ষ ৩১ হাজার ৯০২ টি টেস্ট করা হয়েছে।