এবার নেহরু মিউজিয়ামের নাম বদলানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের! জেনে নিন নতুন নাম

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির সংসদীয় দলের বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে যে, এবার নেহেরু মিউজিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এখন থেকে এটি পিএম মিউজিয়াম (PM Museum) নামে পরিচিত হবে। মূলত, দেশের ১৪ জন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতি এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে।

এছাড়াও, আম্বেদকর জয়ন্তীর দিন অর্থাৎ আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিউজিয়ামের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, বৈঠকের সময়ে প্রধানমন্ত্রী মোদী সমস্ত সাংসদদের জানিয়েছেন যে, ১৪ জন প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এনডিএ সরকার এই পদক্ষেপ নিয়েছে।

   

প্রধানমন্ত্রী আরও জানান, আমরা সবাই প্রধানমন্ত্রীদের অবদানকে স্বীকৃতি দিতে চাই। এই মিউজিয়ামে প্রাক্তন সব প্রধানমন্ত্রীর শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। একই সঙ্গে, এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত সাংসদদের ৬ থেকে ১৪ এপ্রিলের মধ্যে বিভিন্ন জায়গায় সামাজিক ন্যায়বিচারের জন্য বৈঠক করতেও বলেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে গত ১৫ মার্চও বিজেপির সংসদীয় দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী তাঁর সাংসদদের রাজনীতি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। ভাষণে তিনি জানান যে, “পরিবারতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।”

modi

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছিলেন যে, তাঁর কারণেই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে অনেক সাংসদের সন্তানরা টিকিট পাননি। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপিকে সংগঠনের মধ্যেই এই জাতীয় কর্মকান্ডে লাগাম টানতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে বিজেপির মোট ৩৯৮ জন সাংসদ রয়েছেন। এর মধ্যে লোকসভায় রয়েছেন ৩০১ জন এবং রাজ্যসভায় রয়েছেন ৯৭ জন সাংসদ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর