বাংলা হান্ট ডেস্ক: দেশের যুব সম্প্রদায়ের ভবিষ্যত সুনিশ্চিত করতে ফের বড়োসড়ো উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। দেশের সকল যুবক-যুবতী যাতে এগিয়ে এসে দেশের উন্নয়নের কাজে হাত লাগিয়ে, তালে তাল মিলিয়ে চলতে পারে সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ যাঁরা বেশি দূর লেখাপড়া করেননি, কেন্দ্র তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে প্রায় ৮ হাজার টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷
প্রশিক্ষণ নেওয়া শেষ হলে সকল যুবক যুবতী কে দেওয়া হবে একটি করে সংশাপত্র৷ এই প্রশিক্ষণ নিতে আবেদন করতে হলে, আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে নাম, ঠিকানা ও বিস্তারিত বিবরণ দিতে হবে৷ কেন্দ্রের এই নতুন উদ্যোগে নির্মাণ, বিদ্যুৎ, ইমারতি বিষয়ক, ফিটিং, ফার্নিচার, প্রযুক্তিগত বিষয়ের সঙ্গে আরও ৪০টি প্রযুক্তিগত প্রশিক্ষণের বিশেষ সুযোগ থাকছে৷ যারা আবেদন করবেন তাদের আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি দেওয়া আবশ্যক, এছাড়াও পরিবারের যেকোনো একজন সদস্যের আধার কার্ড দিতে হবে৷